বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে অসাধারণ ছন্দে রয়েছে। আর এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় স্বস্তির জায়গা হলো এটাই যে ম্যাচ জেতার জন্য নির্দিষ্ট কারোর ওপর নির্ভর করতে হচ্ছে না তাদের। কোনওদিন দল বিপদে পড়লে বিরাট কোহলি (Virat Kohli) ম্যাচ জেতাছেন। আবার কোনদিন রোহিত শর্মার (Rohit Sharma) দাপটে প্রতিপক্ষ ম্যাচে দাঁড়ানোর সুযোগই পাচ্ছেন না। বিশ্বকাপে (2023 ODI World Cup) এই ব্যাপারটা এ যেন ভারতীয় দলকে বাকিদের থেকে একটু এগিয়ে রাখছে নিজেদের দেশের মাটিতে। এর প্রভাব এবার দেখা গেল আইসিসি ক্রমতালিকাতে (ICC Rankings)।
এই মুহূর্তে ভারতই একমাত্র দেশ যাদের তিন ক্রিকেটার আইসিসির ওডিআই ফরম্যাটে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশের মধ্যে রয়েছে। এই তিনজন হলেন যথাক্রমে শুভমান গিল, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ডেঙ্গুর জন্য বিশ্বকাপের দুটি ম্যাচ খেলতে না পারলেও ক্রমতালিকায় নিজের দ্বিতীয় স্থানটি ধরে রেখেছেন গিল।
অপরদিকে বিরাট কোহলি এই তালিকায় রয়েছেন নবম স্থানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে জীবনদান পাওয়ার পর একটি অসাধারণ ৮৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধেও তিনি বড় রান করতে ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে BCCI-এর দিকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিল পাকিস্তান! এবার জবাব দিলো ICC
অপরদিকে রোহিত শর্মা আবারও বিশ্বকাপে অসাধারণ ছন্দে রয়েছেন প্রথম ম্যাচ বাদ দিয়ে। বিরুদ্ধে তিনি কোনও রান না করেই আউট হয়েছিলেন ঠিকই। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে ঝোড়ো শতরান এবং পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসী ৮৬ রানের একটা ইনিংস খেলার পর আইসিসি ক্রম তালিকায় তিনি পাঁচ ধাপ এগিয়ে এই মুহূর্তে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। নিজের ওডিআই কেরিয়ারে প্রথমবার তিনি বিরাট কোহলিকে ব্যাটারদের ক্রমতালিকায় পেছনে ফেলেছেন।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে মাথায় হাত রোহিতের ভারতের! হাতছাড়া হবে বড় অ্যাডভান্টেজ
অর্থাৎ এই মুহূর্তে ভারতের গোটা টপ অর্ডার আইসিসি ক্ষমতা তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছে। আর তারা যে ছন্দ টুর্নামেন্টের শুরুতে দেখিয়েছেন সেটা শেষ অবধি বজায় রাখতে পারলে ভারতের হাতেই যে বিশ্বকাপ উঠবে তা নিয়ে কোনও সন্দেহ থাকে না।