বিজেপির নতুন প্ল্যান! এবার খুব সহজেই কয়েকদিনে বেড়ে যাবে বিজেপির সদস্য সংখ্যা

বাংলা হান্ট ডেস্ক : সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপির পশ্চিমবঙ্গের ফলাফল আশানুরূপের থেকেও অনেক ভাল হলেও সদস্য সংখ্যা টার্গেট পূরণে কিন্তু কিছুটা হলেও ব্যর্থ। তৃণমূল শাসিত রাজ্যে বিজেপি আপ্রাণ চেষ্টা করে লোকসভা নির্বাচনে 16 টির বেশি আসন দখল করতে সক্ষম হয়েছে কিন্তু কলকাতায় দুটি আসনেই বিজেপির পরাজিত হয়েছে। এমনকী রাজ্যের অন্যান্য জেলায় সদস্য সংগ্রহের টার্গেট পূরণ হলেও কলকাতায় সেই লক্ষ্য পূরণ হয়নি। তাই তো দেড় বছরের মাথায় বিধানসভা নির্বাচন এবং আসন্ন কলকাতা পুরভোট কে মাথায় রেখে এবার সদস্য সংগ্রহ অভিযানে নামতে চলেছে রাজ্য বিজেপি, সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে জনসংযোগ প্রচারেও এক নয়া কৌশল অবলম্বন করতে চলেছে গেরুয়া বাহিনী।bjp pti 1540052550 0 0 2 0

তাই তো এবার শহর কলকাতায় প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর সিদ্ধান্ত নিল গেরুয়া বাহিনী। শাসক দলের ভোটার ছাড়াও বামপন্থী পরিবারের কাছে গিয়ে দলের হয়ে প্রচার চালাবে এবং সমস্যা খতিয়ে দেখবে বিজেপির সদস্যরা। রাজ্যে বিজেপির যে টার্গেট ছিল সদস্য সংগ্রহে তা পূরণ করেছে কিন্তু তাতেও কলকাতায় লক্ষ্যপূরণ হয়নি তা স্বীকার করে নিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যদিও উত্তর কলকাতার থেকে দক্ষিণ কলকাতাতেই বেশি ভাল ফল পেয়েছে পদ্ম শিবির কিন্তু যে লক্ষাধিক সদস্য সংখ্যা সংগ্রহের কথা ছিল তা অর্ধেকও পূরণ হয়নি বলে খবর।

\উত্তর ও দক্ষিণ কলকাতা দুটি জায়গাতে একই অবস্থা তাই বিজেপির রাজ্য অন্যতম সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবার সদস্য সংগ্রহের জন্য তাঁরা প্রচার চালাবেন প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে, মোদী সরকারের সাফল্যকে তুলে ধরে সদস্য সংগ্রহ করা হবে। জানা গিয়েছে উত্তর কলকাতায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা এক লক্ষ কুড়ি হাজার থাকলেও এখনও অবধি বাহান্ন হাজার সদস্য হয়েছে অন্যদিকে দক্ষিণ কলকাতায় দু লক্ষ সদস্যের লক্ষ্যমাত্রা থাকলেও মাত্র পঁয়তাল্লিশ হাজার সদস্য হয়েছে, তাই এ বার সদস্য টানতে মরিয়া বিজেপি হাঁটতে চলেছে অন্য পথে।

সম্পর্কিত খবর