বাংলাহান্ট ডেস্ক: নব্বইয়ের দশকের অন্যতম বলিউড সুপারস্টার গোবিন্দা (Govinda)। নায়ক হলেও তাঁর কৌতুক বোধ ছিল প্রশংসনীয়। বলিউডের ‘রাজাবাবু’র রূপ, অভিনয় দক্ষতা এবং নাচ দেখে কত যে নায়িকা তাঁর প্রেমে পড়েছিলেন তার ইয়ত্তা নেই। স্টারডমের চূড়ায় উঠে বসেছিলেন গোবিন্দা। কিন্তু আজ তাঁর এই হাল হওয়ার নেপথ্যে রয়েছে কোন কারণ?
নিজে পরিশ্রম করে সাফল্য অর্জন করেছিলেন গোবিন্দা। কোনো গডফাদার ছাড়াই বলিউডে যে উচ্চতায় তিনি পৌঁছেছিলেন তা তরুণ প্রজন্মের কোনো অভিনেতার কাছে কল্পনাতীত। গোবিন্দার নাম তখন সবার মুখে মুখে। সবকিছু চলছিল স্বপ্নের মতো। হঠাৎ করেই এক বড় ভুল করে বসেন অভিনেতা।
২০০১ সাল থেকে খারাপ সময়ের সূত্রপাত হয় গোবিন্দার। ওই বছরেই মুক্তি পেয়েছিল ‘গদর’। সানি দেওল, আমিশা পটেল অভিনীত ছবিটি বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছিল। ধর্মেন্দ্র পুত্রর কেরিয়ারে বিরাট বদল এনেছিল গদর ছবিটি। তবে শুধু সানি নয়, গোবিন্দার জীবনেও বড় ঝড় তুলেছিল এই ছবি।
আসলে সানির জায়গায় থাকার কথা ছিল তাঁরই। শোনা যায়, পরিচালক অনিল শর্মা তারা সিং এর চরিত্রে প্রথমে গোবিন্দাকেই ভেবে রেখেছিলেন। প্রস্তাবও পাঠিয়েছিলেন তাঁকে। ছবির গল্প শুনে অবাক হয়ে গিয়েছিলেন গোবিন্দা। কিন্তু গল্প পছন্দ হওয়া সত্ত্বেও রাজি হননি তিনি।
কেন? আসলে গদর এর গল্প শুনে গোবিন্দা ভেবেছিলেন যে এই মাপের একটি ছবি বলিউডে বানানো সম্ভবই নয়। উপরন্তু পাকিস্তানের সেট ভারতে তৈরি করা যাবেই বা কীকরে? এসব ভেবেই গদর থেকে সরে দাঁড়ান গোবিন্দা। সেই প্রস্তাব যায় সানির কাছে আর বলা বাহুল্য তিনি তা লুফেও নেন।
গদর যে কতটা হিট হয়েছিল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সুবর্ণ সুযোগ হাতে পেয়েও তা ফিরিয়ে দেওয়াই ছিল গোবিন্দার সবথেকে বড় ভুল। এরপর থেকেই তাঁর কেরিয়ার ডুবতে শুরু করে। একের পর এক ছবি ফ্লপ হতে হতে শেষমেষ বলিউড থেকেই দূরে সরে যান তিনি।