সরকারি কর্মচারীদের জন্য সুখবর! এবার মিলবে ন্যূনতম ৪৫ শতাংশ পেনশন, বড় পরিবর্তন আনছে কেন্দ্র

বাংলা হান্ট ডেস্ক: পুরোনো পেনশন স্কিম (Old Pension Scheme, OPS) বনাম জাতীয় পেনশন স্কিমের (National Pension Scheme, NPS) রাজনীতির মধ্যে, ভারত সরকারের আধিকারিকরা একটি স্বস্তির কথা জানিয়েছেন। সরকারি অধিকারিকরা গত বুধবার জানিয়েছেন যে, তাঁরা নিউ মার্কেট লিঙ্কড পেনশন স্কিমে পরিবর্তনের ক্ষেত্রে বিবেচনা করছেন।

তাঁরা জানান, এই পরিবর্তনগুলি সুনিশ্চিত করবে যাতে কর্মচারীরা তাঁদের লাস্ট স্যালারির ৪০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত ন্যূনতম পেনশন পান। ইতিমধ্যেই রয়টার্সের একটি রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে। যদিও, আধিকারিকরা এটাও স্পষ্ট করেছেন যে, সরকার পুরানো পেনশন প্রকল্পের দিকে ফিরে আসবে না।

কয়েকটি রাজ্য পুরানো পেনশন স্কিমের দিকে ফিরে গেছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দেশে বিরোধী শাসিত কয়েকটি রাজ্য ইতিমধ্যেই পুরোনো পেনশন স্কিমে প্রত্যাবর্তন করেছে। এমনকি, অনেক বিজেপি শাসিত রাজ্যও জাতীয় পেনশন স্কিম (NPS) নিয়ে অস্বস্তি প্রকাশ করেছে।

এদিকে, রাজনৈতিক দলগুলি নির্বাচনে পেনশন ইস্যুর ব্যবহার শুরু করার পরে সরকার এপ্রিল মাসে NPS-এর পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করেছিল। এমতাবস্থায়, একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচন এবং ২০২৪ সালে সম্পন্ন হতে চলা লোকসভা নির্বাচনের আবহেই এই বিষয় নিয়ে তুমল পর্যালোচনা চলছে।

NPS-এ মিলবে ৪০ থেকে ৪৫ শতাংশ পেনশন: উল্লেখ্য যে, সরকার জাতীয় পেনশন স্কিমে অর্থাৎ NPS-এ পরিবর্তন করার পাশাপাশি ন্যূনতম ৪০ থেকে ৪৫ শতাংশ পেনশন নিশ্চিত করে রাজনীতি ও অর্থনীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। এদিকে, সরকারি কর্মচারীদের পেনশন কেন্দ্রীয় বাজেটের একটি বড় অংশ দখল করে থাকে।

dearness allowance hike

OPS বনাম NPS: জানিয়ে রাখি যে, পুরোনো পেনশন স্কিমে, সরকার কর্মচারীরা তাঁদের শেষ বেতনের ৫০ শতাংশ পেনশনের নিশ্চয়তা পান। এজন্য কর্মচারীদের চাকরির সময় তাঁদের বেতনের কোনো অংশ দিতে হয় না। অপরদিকে, জাতীয় পেনশন প্রকল্পে, কর্মচারীদের তাঁদের বেসিক স্যালারির ১০ শতাংশ দিতে হয়। পাশাপাশি, সরকার ১৪ শতাংশ প্রদান করে। এদিকে, NPS-এ পেনশন কর্পাসের রিটার্নের উপর নির্ভর করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর