এই মানুষটির জন‍্যই ভেঙে যায় অক্ষয়-করিশ্মার বিয়ে, এখনো পর্যন্ত ব‍্যাচেলার জীবন কাটাচ্ছেন অভিনেতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (bollywood) অন‍্যতম ব‍্যাচেলার বলতে একজনের নামই সবার প্রথমে মনে আসবে। তিনি সলমন খান। ৫০ বছর অতিক্রম করেও এখনো একাই রয়ে গিয়েছেন ভাইজান। অবশ‍্য তাঁর প্রেমিকার অভাব নেই। একাধিক বার সম্পর্কে জড়িয়েছেন সলমন। কিন্তু ভাইজান একা নন। আরো একজন অভিনেতা রয়েছেন বলিউডে যিনি দীর্ঘ ৪৬ বছর ধরে অবিবাহিত রয়েছেন। এমনকি কোনো সম্পর্কেও জড়াননি।

তিনি অক্ষয় খান্না (akshay khanna), প্রয়াত অভিনেতা বিনোদ খান্নার ছেলে। বাবার মৃত‍্যুর পর সম্পূর্ণ একা হয়ে গেলেও বিয়ের নামও উচ্চারণ করেননি অক্ষয়। কিন্তু একটা সময় ছিল যখন তাঁর জীবনেও এসেছিল বসন্ত। বিয়ের জন‍্য রীতিমতো পাগল হয়ে উঠেছিলেন অক্ষয়। কিন্তু শেষ পর্যন্ত ভেঙে যায় সেই বিয়ে। তারপর থেকেই একা থাকার শপথ নেন অক্ষয়।


জানা যায়, করিশ্মা কাপুরকে (karishma kapoor) বিয়ে করার জন‍্য রীতিমতো পাগল হয়ে গিয়েছিলেন অভিনেতা। বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে অক্ষয়ের নাম জড়িয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু অভিনেতা শুধু মাত্র করিশ্মাকেই নিজের মন দিয়েছিলেন। বিয়ে ক‍রতে চেয়েছিলেন তিনি লোলোকে।

করিশ্মার বাবা রণধীর কাপুর বিনোদ খান্নার বাড়িতে সম্বন্ধও পাঠিয়েছিলেন বলে শোনা যায়। কিন্তু করিশ্মার মা ববিতা কাপুর বেঁকে বসেন। সেই সময়ে কেরিয়ারের একেবারে শীর্ষে ছিলেন করিশ্মা। এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিতে একবারেই রাজি ছিলেন না ম ববিতা। এমনকি অক্ষয় করিশ্মার সম্পর্কও অস্বীকার করেন তিনি।

এরপর করিশ্মার অন‍্যত্র বিয়ে হয়ে গেলেও ওই ঘটনার পর আর বিয়ে করেননি অক্ষয় খান্না। এই প্রসঙ্গে অভিনেতা একবার বলেছিলেন, তিনি বাচ্চাদের পছন্দ করেন না। তাই বিয়ে করারও ইচ্ছা নেই তাঁর। একটা সম্পর্কে বেশিদিন টিকতেও পারেন না তিনি।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে হিমালয় পুত্র ছবির হাত ধরে বলিউডে পা রাখেন অক্ষয় খান্না। এরপর একে একে তাল, দিল চাহতা হ‍্যায়, হামরাজ, রেস এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি সিনেপ্রেমীদের। দিল চাহতা হ‍্যায় ছবিতে সেরা সহ অভিনেতা চরিত্রে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পান অক্ষয় খান্না।

X