এবার এই কারণে রাত্রি ৮ টায় পাকিস্তানে বন্ধ হয়ে যাবে সব হোটেল, রেস্তোরাঁ ও বাজার! কড়া হুকুম সরকারের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে পাকিস্তানের (Pakistan) শোচনীয় অর্থনৈতিক সঙ্কট ক্রমশ সমগ্ৰ বিশ্বের কাছে প্রকট হচ্ছে। যত দিন এগোচ্ছে ততই পরিস্থিতি জটিল হচ্ছে সে দেশে। এমনকি, এখন সেখানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বিদ্যুতের ঘাটতির কারণে লাহোর, করাচি, ইসলামাবাদের মতো বড় বড় শহরও ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে ডুবে থাকছে। শুধু তাই নয়, পরিস্থিতি এতটাই বেগতিক হয়েছে যে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য হোটেল, রেস্তোরাঁ এমনকি বাজারও নির্ধারিত সময়ের আগেই বন্ধের ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।

ইতিমধ্যেই মঙ্গলবার এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য সামনে এনে পাকিস্তানের ফেডারেল প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, সমগ্ৰ পাকিস্তান জুড়ে সব মার্কেট, শপিং মল, হোটেল ও রেস্তোরাঁ রাত ৮ টায় বন্ধ করে দেওয়া হবে। পাকিস্তানি সংবাদ ওয়েবসাইট সামা অনুসারে জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় খাজা আসিফ দেশের সামগ্রিক জ্বালানি বিল কমাতে এই ঘোষণা করেন।

পাশাপাশি আসিফ আরও জানান, রাত ১০ টার মধ্যে ম্যারেজ হলগুলিকেও বন্ধ করে দেওয়া হবে। তবে ওষুধের দোকানগুলিকে এই বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া তিনি বলেন, সরকার ২০ শতাংশ সরকারি কর্মচারীদেরকে সপ্তাহে ২ দিন বাড়ি থেকে কাজ করানোর কথা ভাবছে। এর পাশাপাশি, সরকারি অফিসে বৈদ্যুতিক বাল্ব এবং ফ্যানের মতো যন্ত্রগুলি কম শক্তি খরচকারী যন্ত্রপাতি দিয়ে প্রতিস্থাপন করার কথাও ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে।

সামার ওই প্রতিবেদনে বলা হয়েছে, আসিফ জানিয়েছেন, পাকিস্তানের সীমিত সম্পদের পরিপ্রেক্ষিতে গভীর রাতের কেনাকাটার সংস্কৃতি, যা বিপুল পরিমান বিদ্যুৎ খরচ করে তা আর করা যাবে না। এমতাবস্থায়, রাত ১ টা বা ২ টো পর্যন্ত বাজারগুলিও আর খোলা থাকবে না।

81d9c4a16b608df40e0e979fe4ed31b3 pakistan

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পাকিস্তান সরকার কয়েক মাস আগেই বিদ্যুতের দাম প্রতি ইউনিটে একলাফে ৭.৯০ টাকা বাড়িয়ে দেয়। যার জেরে বর্তমানে পাকিস্তানে বিদ্যুতের দাম প্রতি ইউনিট ২৪.৮ টাকা হয়েছে। এদিকে, এই দাম বাড়ানোর পরও পাকিস্তানের অবস্থার উন্নতি না হওয়ায় এবার এহেন সিদ্ধান্ত গ্রহণ করছে সরকার।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X