ভয়াবহ সমস্য়ার মুখে ব্যবসায়ীরা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের জেরে বন্ধ হল ভারত-বাংলাদেশ আমদানি-রফতানি

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ট্যাক্স পার্কিংকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের জেরে উত্তেজনা ছড়া মালদহের ইংরেজ বাজারে। অপরদিকে তোলাবাজিরও অভিযোগ তোলা হয়। আর তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্ধের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়ল ব্যবসায়ীরা। বন্ধ হল ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক আমদানি, রফতানি।

আর তাতেই লক্ষাধিক টাকার রাজস্বের ক্ষতি হয়েছে বলেই সূত্রের খবর।  পশ্চিমবঙ্গের মালদহ জেলার ভারত ও বাংলাদেশ সীমান্তের মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর, যেখানে দুদেশের মধ্যে কোটি কোটি টাকার জিনিসপত্র প্রতিদিন রফতানি করা হয়। কিন্তু কয়েকদিন আগে স্থানীয় দুই দাপুটে তৃণমূল নেতা প্রসেনজিত ঘোষের সঙ্গে অপর গোষ্ঠীর  ট্রাক পার্কিং ও তোলাবাজিকে কেন্দ্র করে বিরোধ বাঁধে।

আর তার জেরেই আপাতত বন্ধ রয়েছে আমদানি ও রফতানি। তাতেই ব্যাপক প্রভাব পড়েছে রাজস্বে। কারণ, প্রতিদিন কোটি কোটি টাকার জিনিসপত্রে আমদানি ও রফতানি বন্ধ হওয়ায় লক্ষাধিক টাকা অবধি রাজস্বে ক্ষতি হচ্ছে। আর এই ইস্যুকে কেন্দ্র করে মাঠে নামছে বিজেপি। যদিও মালদহের তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

সম্পর্কিত খবর

X