ভুল প্রশ্নপত্র মামলায় ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যের

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে খুশির হাওয়া রাজ্যের চাকরি প্রার্থীদের মধ্যে, প্রাথমিকে ভুল প্রশ্ন মামলায় এ বার আগামী সাত দিনের মধ্যে চাকরি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের ডেডলাইন বেঁধে দিল উচ্চ আদালত৷ আগামী সাত দিনের মধ্যে মামলাকারী 175 জন প্রাথমিক চাকরি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের রায় দিলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ 2014 সালে প্রাথমিক টেটে ছটি ভুল প্রশ্ন নিয়ে মামলা দায়ের করেছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার্থীরা৷ এই মামলায় প্রাথমিক শিক্ষা সংসদ দাবি করেছিল প্রশ্ন ঠিক থাকলেও ওই পরীক্ষার্থীরা উত্তর ভুল দিয়েছেন যদিও পরীক্ষার্থীদের দাবি ছিল প্রশ্ন ভুল থাকলেও তাঁরা উত্তর ঠিক দিয়েছেন৷ দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে বিশ্বভারতীর বিশেষজ্ঞদের কাছে সেই প্রশ্ন পাঠানো হলে তা যাচাই করার পর জানিয়ে দেওয়া হয় পরীক্ষার্থীদের দাবি ঠিক অর্থাত্ পরীক্ষার্থীরা যে উত্তর দিয়েছেন তা একে বারে সঠিক এবং সংসদের প্রশ্নই ছিল ভুল৷

পরে এই মামলাটি সুপ্রিম কোর্ট অবধি গড়ায়৷ কিন্তু সুপ্রিম কোর্টেও রাজ্য ধাক্কা খায় এ বার সুপ্রিম কোর্টের পর হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করায় প্রাথমিক সংসদের সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন পরীক্ষার্থীরা৷ বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল৷ এ দিন আদালতে উপস্থিত হয়ে প্রাথমিক শিক্ষা সংসদের সচিব রত্না চক্রবর্তী জানিয়েছেন ইতিমধ্যেই তালিকা প্রস্তুত হয়েছে৷ তবে রাজ্য উচ্চ আদালতের তরফ থেকে সেই তালিকা আগামী সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে বলেই সরাসরি নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে৷

সম্পর্কিত খবর