হিন্দুদের জোর করে ধর্মান্তকরণ! পাকিস্তানি মৌলানার বিরুদ্ধে কড়া পদক্ষেপ ব্রিটেনের

বাংলাহান্ট ডেস্ক : ব্রিটেনে (Britain) উত্তরোত্তর বাড়ছে মুসলিম জন সংখ্যা। তার সাঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা অসামাজিক কর্মকাণ্ডও। মাঝে মধ্যেই দেখা দিচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি। এই অবস্থায় গত শুক্রবার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। গত শুক্রবার ছিল আন্তর্জাতিক দুর্নীতিমুক্ত দিবস এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই উপলক্ষেই একাধিক সিদ্ধান্ত নিল ঋষি সুনকের সরকার।

জানা যাচ্ছে, ব্রিটিশ সরকার একাধিক আধিকারিককে বরখাস্ত করেছে যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এরই সঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হয় বেশ কিছু সংস্থাকেও। অভিযোগ, ওই সংস্থাগুলি মানবাধিকারকে লঙ্ঘন করছিল। আরও জানা যাচ্ছে, নিষিদ্ধ হওয়ার তালিকায় নাম রয়েছে এক মৌলানারও। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানের বুকে বিভিন্ন সংখ্যালগু সম্প্রূায় যেমন হিন্দু নাবালিকাদের তিনি জোর করে ধর্মান্তরণ করে বিয়ে দিতেন। সবমিলিয়ে প্রায় ৩০টি নাম রয়েছে ওই তালিকায়।

ব্রিটেনে নিষিদ্ধ হওয়া মওলানার নাম আব্দুল হক। তিনি ভারচুণ্ডী শরিফ দরগাহের মওলানা। এই দরগাহটি পাকিস্তানের সিন্ধ এলাকায় ঘটকি প্রদেশে অবস্থিত। এদিন নিষিদ্ধ করার তালিকা প্রকাশ করে ঘোষণা করেন ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি। এই তালিকায় নাম রয়েছে একাধিক ব্রিটিশ সংস্থারও। বন্দীদের উপর অত্যাচার করা, সেনাকে ধর্ষণ করতে উৎসাহিত করার মতো ভয়ংকর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

জেমস ক্লেভারলি এদিন বলেন, ‘আমাদের দায়িত্ব হল গোটা বিশ্ব জুড়ে মুক্ত সমাজের প্রচার করা। আমরা তাদের উপরই প্রতিবন্ধকতা লাগিয়েছি যারা মানুষের অধিকারকেই ছিনিয়ে নিতে চেয়েছিল। আমাদের লক্ষ্যই হল ভবিষ্যতকে সুরক্ষিত করা। এবং ভবিষ্যত প্রজন্মকে ভয়ের জায়গায় মুক্তি দিতে আমরা কাজ করছি। মওলানা হল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সিন্ধ প্রদেশে তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই তিনি নাবালিকাদের জোর করে ধর্মান্তরণ করান। তাই তাঁকে নিষিদ্ধ করাটা ব্রিটেনের অধিকারের মধ্যে রয়েছে।’


Sudipto

সম্পর্কিত খবর