সন্ত্রাসবাদীদের রক্ষার চেষ্টা? সন্দেশখালি থেকে উদ্ধার হওয়া বিপুল অস্ত্রভাণ্ডার নিয়ে মমতাকে তোপ অমিত মালব্যর

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। অন্যদিকে সন্দেশখালিতে (Sandeskhali) হানা দিয়েছে সিবিআই (Central Bureau of Investigation)। শুক্র সকালেই ‘শাহজাহান গড়ে’ হাজির হন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। শাহজাহানের এই ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন গোয়েন্দারা। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বোমা। এরপর সেখানে ডাকা হয় ন্যাশানাল সিকিউরিটি গার্ড (National Security Guard) তথা এনএসজিকে (NSG)। এই মুহূর্তে রোবট নামিয়ে বাড়িতে তল্লাশি করছে তারা।

আজ সকালে সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপুরে শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগ্নিপতির বাড়িতে হানা দেয় সিবিআই (CBI)। মাছের ভেড়ি ঘেরা এই বাড়িটি মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত। একটি সরু গলি দিয়ে সেখানে হেঁটে হয়। কেন্দ্রীয় বাহিনী সেই রাস্তা আটকে রেখেছে। এদিকে আবার সিবিআই সূত্রে জানা যাচ্ছে, হাফিজুলের বাড়ি থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত এবং বোমা উদ্ধার হয়েছে।

কেন্দ্রীয় এজেন্সির সূত্রে খবর, এক শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বোমা মজুত থাকার খবর মিলেছিল। এরপর আজ সকালে হাফিজুলের ভগ্নিপতির বাড়িতে হানা দেয় গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বোমা মেলে। সেই সঙ্গেই বাড়ির মাটি খুঁড়ে উদ্ধার হয় বিপুল বিদেশি বন্দুক। শেষ খবর পাওয়া অবধি রোবট নামিয়ে সেই বাড়িতে চিরুনি তল্লাশি চালাচ্ছে এনএসজি।

আরও পড়ুনঃ বাধ্য হয়ে ভোটে দাঁড়িয়েছি! ‘চাইলে BJP-কে ভোট দিতে পারেন’! মন্ত্রী বিপ্লব মিত্রের লিফলেট ঘিরে শোরগোল

সিবিআইয়ের অনুমান, শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুলের ভগ্নিপতির বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া যেতে পারে। সেই কারণে তন্ন তন্ন করে বাড়ির ভেতর তল্লাশি চালানো হচ্ছে। গোয়েন্দারা এখনও হাফিজুলের বাড়িতেই রয়েছেন বলে খবর।

Central Bureau of Investigation CBI again raided in Sandeshkhali this time Sheikh Shahjahan close aide’s relatives house

এদিকে এই নিয়ে আবার সুর চড়িয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। শুক্রবার বিকেলে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় সন্দেশখালির সরবেড়িয়ায় তল্লাশি করে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সিবিআই। রাজ্যে কেন বেআইনি অস্ত্রভাণ্ডার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা ব্যাখ্যা করা উচিত। এটা ভয়ঙ্কর’। এদিকে সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিল কলকাত হাই কোর্ট। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। তা নিয়েও নিজের পোস্টে প্রশ্ন করেছেন বিজেপি নেতা। ‘বিপুল পরিমাণে অস্ত্র জমানো দুষ্কৃতিদের কেন বাঁচাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়?’ প্রশ্ন করেছেন অমিত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর