বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) সাথে সম্পর্ক নিয়ে এবার বড় প্রতিক্রিয়া দিলেন বাংলাদেশের (Bangladesh) বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। যেটি শুনে পাকিস্তানেরও (Pakistan) গায়ে জ্বালা ধরতে পারে। হাসান মাহমুদ সোমবার জানিয়েছেন যে, ভারতের সাথে সুসম্পর্ক ছাড়া উন্নয়ন সম্ভব নয়। যদিও, বাংলাদেশের হয়ে তিনি এই মন্তব্য করেছেন।
তবে, প্রতিবেশী পাকিস্তানও এটা শুনে হতবাক হতে পারে। কারণ পাকিস্তানের জনগণ এবং একাধিক নেতা বর্তমানে প্রায়শই পাকিস্তান সরকারকে ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের পরামর্শ দিয়ে আসছেন। এর পাশাপাশি, বিপুল সংখ্যক পাকিস্তানিও বিশ্বাস করে যে ভারতের সাথে ভালো সম্পর্ক ছাড়া ওই দেশের উন্নয়ন সম্ভব নয়।
বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে কয়েক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পণ্য বর্জন করতে জনগণকে অনুরোধ জানিয়ে ব্যর্থ প্রচার করার বিষয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, “যে দেশের সঙ্গে (ভারতের) তিন দিকে আমাদের কয়েক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া আমাদের উন্নয়ন সম্ভব নয়।” মাহমুদ বলেন, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক না থাকলে বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে।
“ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে”: এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পণ্য বয়কটের প্রচার করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থন রয়েছে। কারণ ভারত গত ৭ জানুয়ারি সম্পন্ন হওয়া নির্বাচনে হাসিনার আওয়ামী লীগকে পরাজিত সমর্থন করেছিল। মাহমুদ এই প্রচারের জন্য সরাসরি বিএনপিকে দায়ী করে বলেন, তারা অভ্যন্তরীণ বাজারে সঙ্কট সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনীতিকে অস্থিতিশীল করতে এটি শুরু করেছে।
আরও পড়ুন: আর নয় অপেক্ষা! নমো ভারত রেলের প্রসঙ্গে এল বড় আপডেট, কবে থেকে শুরু পরিষেবা?
এর পাশাপাশি, এই প্রচারকে “সম্পূর্ণ ব্যর্থ” আখ্যায়িত করে মন্ত্রী বলেন যে, বিএনপি আবারও এই ধরণের প্রচার চালালে দলটি আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, “তাদের প্রচেষ্টা (ভারতীয় পণ্য বয়কটের আহ্বান) সম্পূর্ন ব্যর্থ হয়েছে।”