ভারতীয় সেনা সরানোর আগেই নয়া দিল্লিতে মলদ্বীপের বিদেশ মন্ত্রী, ঘুরে যাবে খেলা? জোর জল্পনা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতের (India) সাথে সম্পর্ক যথেষ্ট প্রভাবিত হয়েছে দ্বীপরাষ্ট্র মলদ্বীপের (Maldives)। মূলত, চলতি বছরের জানুয়ারিতে মলদ্বীপের তিন জন উপমন্ত্রীর বিরুদ্ধে ভারত বিরোধী মন্তব্য করার অভিযোগ উঠেছিল। যার পরিপ্রেক্ষিতে তাঁদের সাসপেন্ড করা হয়। এদিকে, প্রেসিডেন্ট পদে বসার পর “চিনপন্থী” মোহাম্মদ মুইজ্জু (Mohamed Muizzu) রেওয়াজ অনুযায়ী প্রথম বিদেশ সফরে ভারতে আসার পরিবর্তে পৌঁছে যান চিনে (China)। আর তারপরেই তাঁর বিভিন্ন প্রতিক্রিয়া বিতর্কের উদ্রেক করে।

এমনকি, তিনি মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। যার জেরে ভারত-মলদ্বীপ সম্পর্কের ক্রমশ অবনতি ঘটতে থাকে। এদিকে, দুই দেশের তিক্ততার আবহেই এবার ভারতে আসছেন মলদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী ৯ মে অর্থাৎ বৃহস্পতিবার তিনি ভারত সফরে এসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন।

foreign minister of Maldives is coming to New Delhi.

প্রসঙ্গত উল্লেখ্য যে, ঘটনাচক্রে আগামী ১০ মে মলদ্বীপ থেকে ভারতের সেনা সরিয়ে নেওয়ার শেষ দিন। এমতাবস্থায় বিদেশ মন্ত্রকের তরফে জানা গিয়েছে যে, এই দুই দেশের বিদেশ মন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি উভয় পক্ষের আঞ্চলিক সমস্যা নিয়েও কথাবার্তা হতে পারে। জানিয়ে রাখি যে, ২০২৩ সালের নভেম্বর মাসে মলদ্বীপের রাষ্ট্রপতি হন মোহাম্মদ মুইজ্জু। তারপর বেশ কয়েক মাস অতিবাহিত হয়ে গেলেও এই প্রথমবারের জন্য তাঁর মন্ত্রিসভার কোনো মন্ত্রী আসতে চলেছেন ভারতে।

আরও পড়ুন: প্লে-অফের আগেই চমকে দিল KKR! দলে যুক্ত হবেন এই দুর্ধর্ষ প্লেয়ার, বেজায় খুশি গম্ভীর

সামগ্রিকভাবে মনে করা হচ্ছে যে, বর্তমান সময়ে এই দুই দেশের মধ্যে যে টানাপোড়েন চলছে সেই বিষয়গুলি সুরাহা করাই দুই দেশের বিদেশ মন্ত্রীর প্রধান লক্ষ্য থাকবে। তবে, মহম্মদ মুইজ্জু মলদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তাঁর একের পর এক ভারত-বিদ্বেষী পদক্ষেপের কারণে ভারতের সাথে ওই দ্বীপরাষ্ট্রের সম্পর্ক যথেষ্ট প্রভাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে, মনে করা হচ্ছে যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে মলদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির হয়তো দু’দেশের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে পারেন। পাশাপাশি, আগামী দিনে এই দুই দেশ কিভাবে একে অপরের সঙ্গে কাজ করবে সেই বিষয়গুলিও বৈঠকে প্রাধান্য পাবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: খাওয়া-ঘুম থেকে শুরু করে অফিসের কাজ, ট্রেনেই জীবন কাটাচ্ছেন এই যুবক! কত হচ্ছে খরচ?

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মলদ্বীপ হল ভারত মহাসাগরে ইন্ডিয়ান ওসেন রিজিয়ন বা আইওআর-এ স্থিত ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। কিন্তু ওই দেশের বর্তমান রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু চিনপন্থী হওয়ায় তিনি ক্রমশ চিনের প্রতি ঝুঁকছেন। এমতাবস্থায়, মলদ্বীপের বিদেশমন্ত্রীর ভারত সফরে মুইজ্জুর চিন-নীতি নিয়েও আলোচনা হতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর