মাত্র ১০ হাজার টাকায় ফরেন ট্যুর! অবাক লাগছে? টুক করে চলে যান এই দেশগুলোয়, দুর্দান্ত লাগবে

বাংলাহান্ট ডেস্ক : আমাদের অনেকেরই স্বপ্ন থাকে বিদেশে ঘুরতে যাওয়ার। তবে বাজেটের কথা ভেবে আমরা অনেক সময় পিছিয়ে আসি। ২০২৪ সালে আপনার যদি বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে আজকের প্রতিবেদন মন দিয়ে পড়ুন। আজ আমরা এমন কয়েকটি দেশ সম্পর্কে আলোচনা করব যেখানে খুব কম খরচে আপনারা ঘুরতে যেতে পারেন। তাহলে আর দেরি কীসের? আমাদের প্রতিবেদনে চোখ বুলিয়ে রেডি হয়ে যান ঘুরতে যাওয়ার জন্য।

ইন্দোনেশিয়া: মধুচন্দ্রিমার জন্য আজকাল অনেকেই ইন্দোনেশিয়া ঘুরতে যান। ছোট্ট এই দেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখানকার প্রকৃতি আপনার মনকে ভালো করে দেবে। স্বচ্ছ নদীর জল, দূষণহীন পরিবেশ এই দেশটির অন্যতম বৈশিষ্ট্য। ১৮৬.৪৪ ইন্দোনেশিয়ান রুপির সমান ভারতীয় এক টাকা।

আরোও পড়ুন : ভুলে যান কার্ডের কথা! UPI স্ক্যান করেই টাকা পাবেন ATM থেকে, কীভাবে জানুন

ভিয়েতনাম: ছবির মতো সুন্দর দেশ ভিয়েতনাম। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও খাবার চিরকাল পর্যটকদের আকর্ষণ করে আসছে। ভারতীয় মুদ্রার থেকে এখানকার মুদ্রার দাম অনেকটাই কম। ভারতের ১ টাকা ২৯২.৮৭ ভিয়েতনামিজ ডং এখানে।

কম্বোডিয়া: রাজপ্রাসাদ, জাতীয় যাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, কম্বোডিয়া দেশের অন্যতম বৈশিষ্ট্য। খুব কম খরচে আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন। ৪৯.৪০ ক্যাম্বোডিয়ান রিয়াল ভারতীয় এক টাকার সমান।

আরোও পড়ুন : এগিয়ে আসছে মাধ্যমিক! তার আগেই ১৪ দফা প্রশ্নমালা সাজিয়ে এক্কেবারে রেডি পর্ষদ

নেপাল: নেপাল অত্যন্ত কাছের একটি প্রতিবেশী রাষ্ট্র। এখানকার মাউন্ট এভারেস্ট চিরকাল পর্যটকদের হাতছানি দিয়ে ডেকেছে। এছাড়াও এখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ সাতটি চূড়া। নেপালে যাওয়ার জন্য ভারতীয়দের ভিসার প্রয়োজন হয় না। ভারতীয় ১ টাকা ১.৬০ নেপালিস রুপির সমান।

vietnam

আইসল্যান্ড: ল্যান্ডস্কেপ এবং সাংস্কৃতিক সমৃদ্ধি এই দেশের অন্যতম বড় পরিচয়। অনেকেরই মনে ইচ্ছা থাকে আইসল্যান্ড এ যাওয়ার। ভারতীয় রুপি এই দেশে কিন্তু বেশ শক্তিশালী। ১.৬৬ আইসল্যান্ডিক ক্রোনার সমান ভারতীয় এক টাকা।

হাঙ্গেরি: ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর হাঙ্গেরি। এই দেশের প্রাসাদ ও পার্কগুলি অবশ্যই দ্রষ্টব্য। বিশ্বের অন্যতম রোমান্টিক শহর বলা হয় হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টকে। ভারতের ১ রুপি  ৪.২২ হাঙ্গেরীয় ফোরিনের সমান।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর