বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন নানান অদ্ভূত ভিডিও চোখে পড়ে। তার মধ্যে বেশ কিছু ভিডিও (video) হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে। এই ভাইরাল ভিডিওর দৌলতেই রাতারাতি বিখ্যাত হয়ে যায় বহু মানুষ। কেউ গেয়ে আবার কেউ নেচে, নানা প্রতিভা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন উদাহরণ রয়েছে প্রচুর।
সম্প্রতি একটি গানের (song) ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিদেশিদের কণ্ঠে শোনা গিয়েছে জনপ্রিয় ভক্তিমূলক হিন্দি গান (hindi song) ‘সত্যম শিবম সুন্দরম’। তিন বিদেশির গলায় অপূর্ব সুরে এই গানটি শুনে মুগ্ধ হয়েছে নেটজনতা। ভিডিওটি এখন দুরন্ত গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, ওই চার জন বিদেশির গানের দলের নাম ‘কাওয়ালি’। ভারতীয় ট্রাডিশনাল পোশাকে হারমোনিয়াম, তবলা, খঞ্জনি নিয়ে গান গাইছেন তিন জন এবং একজন দায়িত্ব নিয়েছেন তবলা বাজানোর। যেমন সুন্দর তাদের বাদ্যযন্ত্র বাজানোর কৌশল তেমনি সুন্দর গানের সুর।
ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। ১৫ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি। লাইক পড়েছে ৬ হাজারেরও বেশি। ২ হাজারেরও বেশি বার শেয়ার করা হয়েছে এই গানের ভিডিও। কাওয়ালি দলের গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটিজেনরা।
https://www.facebook.com/lamusicalive247/videos/325886291872110/
প্রসঙ্গত, সত্যম শিবম সুন্দরম গানটি ওই একই নামের ছবির। ১৯৭৮ মুক্তিপ্রাপ্ত এই ছবিতে ছিলেন শশী কাপুর ও জিনত আমান। ছবির সঙ্গীত পরিচালক ছিলেন লক্ষ্মীকান্ত পেয়ারেলালের প্রখ্যাত জুটি। গানটি এখনও একই রকম সুপারহিট রয়েছে।