ক্রমশ ঘনাচ্ছে রহস্য, শেফালির বাড়িতে হাজির ফরেনসিক টিম! নেপথ্যে কী কারণ?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ৪০ পেরোতে না পেরোতেই প্রয়াত শেফালি জরিওয়ালা (Shefali Jariwala)। বলিউডের ‘কাঁটা লাগা গার্ল’এর আচমকা মৃত্যুর খবরে শোরগোল ছড়িয়েছে অনুরাগী মহলেও। এমন প্রাণোচ্ছল একজন মানুষ হঠাৎ করেই ‘নেই’ হয়ে গেলেন, তা যেন কিছুতেই মানতে পারছেন না কেউই। প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ হৃদরোগ বলে জানা গেলেও এই ঘটনা নিয়ে বাড়ছে রহস্য। আর এবার অভিনেত্রীর আন্ধেরির বাড়িতে পৌঁছাল ফরেনসিক দল।

শেফালির (Shefali Jariwala) মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য

শেফালির মৃত্যু কি সত্যিই হৃদরোগের কারণে, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এর আগে শেফালির (Shefali Jariwala) দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছিল মুম্বইয়ের কুপার হাসপাতালে। এদিন সকালেই তাঁর আন্ধেরির বাড়িতে পৌঁছায় ফরেনসিক টিম। জানা যাচ্ছে, শেফালির গৃহকর্মী, পরিচালকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Forensic tram went to shafali jariwala house

কেন এই তদন্ত: ফরেনসিক টিমের তরফে যদিও দাবি করা হচ্ছে, এটি নেহাতই রুটিনমাফিক তদন্ত। তবে অনেকের কাছেই অভিনেত্রীর মৃত্যুটা একটা রহস্য। মৃত্যুর একদিন আগেই আবাসনের মাঠে স্বামীকে পাশে নিয়ে পোষ্যের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছিল শেফালিকে (Shefali Jariwala)। অসুস্থতার কোনো লক্ষণই দেখা যায়নি তাঁর মধ্যে। তাহলে হঠাৎ কী এমন হল যে এত বড় অঘটন ঘটে গেল? উঠছে প্রশ্ন।

আরো পড়ুন : দিল্লি গিয়েই মিলল সুফল, এখন কেমন আছেন অভিজিৎ গাঙ্গুলী? দেখা করে জানালেন শুভেন্দু অধিকারী

আচমকাই অসুস্থ হন অভিনেত্রী: প্রসঙ্গত, জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন শেফালি জরিওয়ালা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, শেফালির (Shefali Jariwala) স্বামী, কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুরা মিলে তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু লাভ হয়নি কোনো। জানা যাচ্ছে, হাসপাতালে পৌঁছে এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি আগেই প্রাণত্যাগ করেছেন। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকই শেফালির (Shefali Jariwala) মৃত্যুর খবর নিশ্চিত করেন।

আরো পড়ুন : জমি দিচ্ছে না রাজ্য, থমকে রেল প্রকল্প, মঞ্চে TMC সাংসদের সামনেই মমতাকে খোঁচা অশ্বিনী বৈষ্ণবের

উজ্জ্বল ফিল্মি কেরিয়ার না হলেও একটি মিউজিক ভিডিওর দৌলতেই শেফালি পরিচিত ছিলেন সকলের কাছে। ‘কাঁটা লাগা’ গানে তাঁর অভিনয়, নাচ নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের কাছে নস্টালজিয়া। তবে বলিউডে তেমন সুযোগ না পেলেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি।