ভুলে যান দার্জিলিং! কম খরচে এই পাহাড়ি গ্রামে গেলে শান্তি তো পাবেনই, দেখবেন অপরূপ সৌন্দর্যও

বাংলাহান্ট ডেস্ক : এই অসহ্য গরমে সবাই চাইছেন একটু ঠান্ডার পরশ। দক্ষিণবঙ্গের বহু মানুষ তাই এই সময় পাড়ি দিচ্ছেন উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের (North Bengal) মনোরম পাহাড়ি পরিবেশ সবাইকে হাতছানি দিয়ে ডাকছে। এই সময় দার্জিলিং-কালিম্পংয়ের প্রাকৃতিক দৃশ্য সবার কাছে যেন এক টুকরো স্বর্গ। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এমন কিছু স্থান লুকিয়ে রয়েছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন।

এমন বহু জায়গা রয়েছে যার নাম অনেকেই আগে শোনেননি। এই গরমে যদি আপনারা খানিকটা স্বস্তির ছোঁয়া পেতে চান তাহলে ঘুরে আসুন উত্তরবঙ্গ থেকে। আমরা আপনাকে উত্তরবঙ্গের এমন একটি জায়গা সম্বন্ধে জানাবো যা কম খরচে ঘোরার জন্য আদর্শ। আজকে কথা বলব কালিম্পং এ অবস্থিত কোলাখাম (Kolakham) সম্পর্কে। এই গ্রামটি এক কথায় অপূর্ব।

বর্তমানে বহু পর্যটক পাড়ি দিচ্ছেন এই গ্রামে। এই গ্রামের চারপাশে রয়েছে অসংখ্য পাইন গাছের সারি। এছাড়াও এখানকার আকাশ মুখরিত হয়ে থাকে নাম না জানা পাখিদের ডাকে। এই জায়গা থেকে আপনার উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। এখানে গেলে আপনারা ভুলে যাবেন নিত্যদিনের ক্লান্তি।

কোলাখাম কালিম্পং এর লাভা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গায় গেলে আপনারা দর্শন করে আসতে পারেন কাগিউ থেচেন লিং মঠ। এছাড়াও এখানকার সুস্বাদু মোমো ও গরম কফি আপনার মনকে এক আলাদা মাত্রায় নিয়ে যাবে। আসলে, কোলাখাম তার অপূর্ব নিসর্গ নিয়ে সবসময়ই পর্যটকদের স্বাগত জানাতে তৈরি।

kolakham floating in the clouds

 

এই গ্রামে বসবাস করে বহু নেপালি পরিবার। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই জায়গা আদর্শ। এখানকার বিভিন্ন জায়গায় মেলে বিভিন্ন বাহারি ফুলের সন্ধান। গ্রামের নেপালি মানুষেরাও খুব অতিথি পরায়ন। কয়েকটা দিন আপনারা শহরের কোলাহল থেকে দূরে গিয়ে কাটিয়ে আসতে পারেন ছোট্ট এই নেপালি অধ্যুষিত গ্রামে থেকে।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর