অনেক তো হল দীঘা! মাত্র ১৩০০ টাকা পকেটে নিয়েই উঠুন লোকালে, দেখে আসুন এই অচেনা সৈকত

বাংলাহান্ট ডেস্ক : উইকেন্ডে কোথাও ঘুরতে যাওয়ার জন্য মন ছটফট করছে? কলকাতার খুব কাছেই কয়েক দিনের জন্য ঘুরে আসার জায়গা বলতে বাঙালির মনে আসে দিঘার কথা। কিন্তু দিঘাতে প্রতিনিয়ত বেড়ে চলেছে পর্যটকদের ভিড়। এমন অবস্থায় যদি আপনারা শান্ত কোনও সমুদ্র সৈকতে ছুটি কাটাতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দিঘা-পুরীর মতো সমুদ্র সৈকতগুলিতে এখন তিল ধারনের জায়গা নেই। জন অরণ্যে ঘেরা এই সমুদ্র সৈকতের শহরগুলি অনেকের কাছেই এখন দম বন্ধ লাগে। তাহলে উপায়টা কী? এই সমস্যার সমাধান বলে দিচ্ছি আমরা। কম খরচে আপনারা কিছুদিনের জন্য ঘুরে আসতে পারেন কলকাতা থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে লালগঞ্জ সমুদ্র সৈকত থেকে।

লালগঞ্জের সমুদ্র সৈকতে ভিড় অনেকটাই কম। কিছুদিন আপনি এখানে একদম একান্তে সময় কাটাতে পারবেন। গরমের তীব্রতা এখানে আপনাকে কষ্ট দেবে না। সন্ধ্যার সময় সমুদ্রের ধারে বসে উপভোগ করতে পারেন গরম মাছ ভাজা। লালগঞ্জ বিচ মাত্র ১৩০ কিলোমিটার দূর কলকাতা থেকে।

নিজস্ব গাড়ি থাকলে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন এখানে। এছাড়াও ট্রেনে করে খুব সহজেই যাওয়া যায় লালগঞ্জ। হাতানিয়া-দোয়ানিয়া পেরিয়ে আপনাকে পৌঁছতে হবে লালগঞ্জ। শিয়ালদা থেকে ট্রেনে উঠে আপনাকে নামতে হবে নামখানা। সেখান থেকে টোটো বা অটোর মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারবেন লালগঞ্জ।

IMG 20230610 144804

বকখালি এই লালগঞ্জ থেকে খুব কাছে। লালগঞ্জে থাকার জন্য রয়েছে ক্যাম্পের ব্যবস্থা। এই ক্যাম্পগুলো থেকে আপনি দেখতে পারবেন সমুদ্রের অপরূপ দৃশ্য। এই টেন্টগুলির ভাড়া ১৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। কলকাতার কাছে কয়েকদিন একান্তে সময় কাটানোর জন্য বন্ধুবান্ধব বা প্রিয় সঙ্গীকে সাথে করে নিয়ে ঘুরে আসতে পারেন লালগঞ্জ থেকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর