বাংলাহান্ট ডেস্ক : বাঙালি চিরকালই ভ্রমণপিপাসু। উইকেন্ড হোক বা কোন উৎসবের দিন, অফিস থেকে দুদিনের ছুটি পেলেই বাঙালি বেরিয়ে পড়ে প্রকৃতির রস আস্বাদন করতে। ঘুরতে যাওয়ার তালিকায় বাঙালিদের অন্যতম প্রিয় ডেস্টিনেশনগুলির মধ্যে আছে দীঘা ও মন্দারমনি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা জীবনে বহুবার দিঘাতে বা মন্দারমনিতে ঘুরতে গিয়েছেন। আজ তাদের জন্যই আমরা এমন একটি সৈকতের সন্ধান দেবো যা অতি কম খরচে আপনাকে দেবে নিবিড় সমুদ্রের গভীর প্রশান্তি।
বগুরান জলপাই সমুদ্র সৈকতের নাম হয়তো অনেকেই শোনেননি। এই সৈকতের তীর ধীরে ধীরে পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করছে। যেহেতু এই সৈকতের নাম খুব একটা পরিচিত নয় তাই দীঘা বা মন্দারমনি থেকে এখানে কোলাহল অনেকটাই কম। আপনি যদি নিরিবিলিতে কয়েকটা দিন সমুদ্রের তীরে কাটাতে চান তাহলে বগুরান জলপাই আপনার জন্য শ্রেষ্ঠ ভ্রমণ ডেসটিনেশন।
কিভাবে পৌঁছাবেন বগুরান জলপাই ?
আপনি বাস সহযোগে পৌঁছে যেতে পারেন কন্টাই পর্যন্ত। সেখান থেকে টোটো ধরে মাত্র ১৫ মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন বগুরান জলপাই সৈকতে। বাস ছাড়াও আপনি এখানে ট্রেনের মাধ্যমেও যেতে পারেন। ট্রেন সহযোগে গেলে আপনাকে নামতে হবে কাঁথিতে। সেখান থেকে অতি সহজেই আপনি পৌঁছে যেতে পারেন এই সৈকতে।
বগুরান জলপাই এর সমুদ্র অনেকটাই শান্ত। দীঘা বা মন্দারমনির সমুদ্রের মত উচ্ছলতা এখানে আপনি দেখতে পাবেন না। এখানকার সৈকতের পরিবেশ আপনার মন জয় করে নেবে তা নিশ্চিত করে বলা যায়। এখানকার সমুদ্রের তীরে ঘুরে বেড়ায় লাল কাঁকড়ারা। জোয়ার-ভাঁটার তালে তাল মিলিয়ে সমুদ্রের জল কখনো ছোঁবে আপনার পা আবার কখনো সরে যাবে অনেক দূরে।সাগর নিরালা নামে একটি মাত্র থাকার রিসোর্ট রয়েছে এখানে। এখানকার খরচ অপেক্ষাকৃত অনেকটাই কম। তাই দুদিনের ছুটিতে আপনি ঘুরে আসতে পারেন বগুরান জলপাই এর সমুদ্র সৈকত থেকে।