ভুলে যান দার্জিলিং ! বাংলা থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে পাহাড় ঘেরা ‘মিনি কাশ্মীর, মিলবে স্বর্গসুখ

বাংলা হান্ট ডেস্ক : পায়ের তলায় সর্ষে বাঙালির ঘুরতে যাওয়ার জায়গা হল দী-পু-দা (Darjeeling) । যারমধ্যে দক্ষিণবঙ্গের মানুষদের কাছে পুরী (Puri) হল বাঙালির এক্কেবারে হাতের নাগালের পর্যটন কেন্দ্র। ঘর থেকে ঢিল ছোড়া দূরে অবস্থিত হওয়ার দরুণ খরচটাও কম হয় এখানে। অল্প সময়ে স্বল্প খরচে বর্ষার সৌন্দর্য উপভোগ করার জন্য এই পুরী (Puri) চেয়ে ভালো বিকল্প আর কী হতে পারে! তবে এখন অনেকেই আবার অফবিট পুরীর (Puri) খোঁজ বেশি করছেন।

এই কারণেই বেশ কয়েক বছর ধরে জনপ্রিয় হয়ে উঠেছে পুরীর সমুদ্র। তার পাশাপাশি জগন্নাথ মন্দির, চিল্কা, নন্দন কানন, ধবলগিরি, উদয়গিরি, কোণারক-ও ঘুরতে যাওয়ার জায়গাগুলিও পর্যটকদের পছন্দের তালিকায় উপরের দিকে রয়েছে। এরমধ্যে আরও একটি জায়গা রয়েছে যাকে বলা হয় ওড়িশার কাশ্মীর। শীতকালে তো বরফ পড়েও বলে খবর।

স্থানীয়দের দাবি, শীতের সময়ে প্রবল ঠাণ্ডা পড়ে এই এলাকায়। কখনও কখনও তাপমাত্রা পৌঁছে যায় মাইনাস ৫ ডিগ্রি পর্যন্ত। আর এই জায়গাটির নাম হল দারিংবাড়ি (Daringbari)। তাই পুরি যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই ঘুরে আসুন দারিংবাড়ি থেকে। তবে দারিংবাড়ি যাওয়ার একাধিক রুট থাকলেও সরাসরি কোনও ট্রেন (Indian Railways) পরিষেবা নেই।

আরও পড়ুন : ভারতে এই প্রথম! দিল্লীর রাজপথে ছুটছে মিনি বুলেট, ভিডিও না দেখলে চরম মিস

escape the chills and sip hot coffee in daringbadi orrisa 1280x720

 

তবে পুরী থেকে অথবা হাওড়া থেকে ভুবনেশ্বর যাওয়ার একাধিক ট্রেন আছে। ভুবনেশ্বর থেকে দারিংবাড়ি মাত্র ২৫১ কিমি দূরে অবস্থিত। এছাড়াও দারিংবাড়ি যাওয়ার প্রচুর প্রাইভেট গাড়িও রয়েছে। এর সাথে বেরামপুর থেকেও দারিংবাড়ি যাওয়ার গাড়ি পাওয়া যায়‌। এখান থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরেই দারিংবাড়ি অবস্থিত। প্রাইভেট গাড়ি থাকলে আরও কম সময়ে দারিংবাড়ি পৌঁছানো যায়।

আরও পড়ুন : দীপাবলির আগেই নবান্নকে খুশি করে দিল কেন্দ্র, বাংলার কোষাগারে ঢুকল কয়েক হাজার কোটি টাকা

62065446 447551299123845 6394508423098007552 n

সেখানে পৌঁছে থাকা খাওয়ার চিন্তাও বিশেষ করতে হবেনা। কারণ অনলাইনে খুঁজলেই দারিংবাড়ি যাওয়ার একাধিক ট্যু্র প্যাকেজের খোঁজ পেয়ে যাবেন। তবে বড় প্রশ্ন হল, এখানে গিয়ে কী দেখবেন? এখানে গিয়ে দেখতে পাবেন, ভিউ পার্ক, কথি বাগিচা, লাভার্স পয়েন্ট, পাইন ফরেস্ট, ডোকরা। এছাড়াও সেখানে দেখতে পাবেন, মডুবান্দা জলপ্রপাত, পুতুদি জলপ্রপাত, লুদু জলপ্রপাত, দুলুরি নদী, বেলঘর অভয়ারণ্যের মতো দর্শনীয় স্থানগুলিতেও প্রচুর পর্যটক ভিড় করেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর