বড় ধাক্কা পাকিস্তানের! সচিন কন্যা সারার সামনে দাদাগিরির জন্য শুভমান গিলকে পুরস্কৃত করলো ICC

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২১ সালের এপ্রিল মাসের ১৪ তারিখ থেকে এক ধারা চলে আসছিল। ওই সময় থেকে ২০২৩ সালের নভেম্বর মাসের শুরু অবধি ওডিআই ফরম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় (ICC Rankings) শীর্ষ ছিলেন পাকিস্তানের (Pakistan Cricket Team) অধিনায়ক বাবর আজম (Babar Azam)। চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) পাকিস্তান যাত্রাও শুরু হয়েছিল দুর্দান্তভাবে। কিন্তু ভারতীয় দলের (Indian Cricket Team) কাছে হারের পর থেকে তারা টানা কয়েকটি ম্যাচ হেরেছিল। অপরদিকে ভারতীয় দল ছুটছিল অপ্রতিরোধ্য গতিতে। এর একটা বড় কারণ হলো ভারতের টপ অর্ডার, যেখানে রোহিত শর্মা, শুভমান গিল (Shubman Gill), বিরাট কোহলিরা অসাধারণ ছন্দ ধরে রেখেছেন।

আর এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জার্সিতে ৯২ রানের একটি অসাধারণ ইনিংস খেলার পুরস্কার পেলেন ভারতের তরুণ ওপেনার শুভমান গিল। ২৮ মাস ধরে বাবর আজমের দখলে থাকা ওডিআই ফরম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানটি অবশেষে ছিনিয়ে নিলেন তিনি। চলতে বিশ্বকাপে তিনি ডেঙ্গুর জন্য প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি। সুস্থ হয়ে ফেরার পর মাত্র দুটো ইনিংসে পরিচিত গিলকে দেখা দিয়েছে। আর সেই দুটো ইনিংসই যথেষ্ট ছিল ওডিআই ব্যাটারদের আইসিসি ক্রমতালিকায় শীর্ষে পৌঁছানোর জন্য।

hd gill

তার আগে কেবলমাত্র তিনজন ভারতীয় এই কাজ করে দেখাতে পেরেছেন। এর মধ্যে একজন হলেন বিরাট কোহলি যার অভিভাবক করতে ভারতীয় দলে নিজের জায়গা সুদৃঢ় করেছেন শুভমান। অপরজন হলেন ক্যাপ্টেন কুল, মহেন্দ্র সিংহ ধোনি। ওডিআই ফরম্যাটে সর্বকালের সেরা দের মধ্যে যার নাম চলেই আসে আলোচনায়।

আরও পড়ুন: ইতিহাস বদলালেন ম্যাক্সওয়েল! রোহিত শর্মাও এমন করেননি যা কামিন্সকে নিয়ে করে দেখালেন ম্যাডম্যাক্স

এই দুজন ছাড়া শুভমানের আগে যে এই কাজটা করে দেখিয়েছিলেন প্রথমবার তিনি হলেন সচিন টেন্ডুলকার। খুব সম্ভবত তার মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গেই গোপনে সম্পর্ক রেখে চলেছেন শুভমান গিল। চলতি বিশ্বকাপে শুভমান গিলের সাফল্য ও যেন সারার সঙ্গে জড়িত। পুনেতে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ এবং মুম্বাইয়ে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে মাঠে এসেছিলেন সচিন কন্যা। আর অত্যন্ত আশ্চর্যভাবে চলতে বিশ্বকাপে কেবলমাত্র ওই দুই ম্যাচেই জ্বলে উঠেছে শুভমান গিলের ব্যাট।

আরও পড়ুন: ম্যাক্সওয়েলে মুগ্ধ কোহলি, সচিন! এটাই সেরা, মেনে নিলেন দুজনেই

তবে সন্তুষ্ট হওয়ার কোন উপায় থাকছে না। রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই মুহূর্তে গিলের চেয়ে অনেক ভালো ছন্দে রয়েছেন। নক আউট পর্ব শুরুর আগে বিশ্বকাপ শুরু হওয়ার আগের পরিচিত ছন্দ খুঁজে পেতে চাইবেন শুভমান। কারণ বাবর আজম অফ ফর্মের ধারা কাটিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ফর্মে ফিরেছিলেন। তার সঙ্গে ক্রমতালিকায় শুভমন গিলের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ছয়। তাই ছন্দে না ফিরলে বাবর আজম ভবিষ্যতে আবার সেই শীর্ষস্থান তার হাত থেকে ছিনিয়ে নিতে পারেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর