কথা রাখল ইসরায়েল, ভারতে এল শক্তিশালী হাতিয়ারের প্রথম রাউন্ড

বাংলাহান্ট ডেস্কঃ ‘আমরা কোন দেশের বিরুদ্ধে নই, তবে ভারত (india) আমাদের খুব কাছের বন্ধু’- এমনই মন্তব্য করলেন ইসরায়েলে (Israel) রাষ্ট্রদূত। যে কোন পরিস্থিতিতে ভারতকে সাহায্য করার বড় বার্তা দিল ইসরায়েল। ভারত-চীনের সীমান্ত সংঘর্ষের মাঝে ইসরায়েলের এই মন্তব্যে, বড় ধাক্কা পেয়েছে চীন।

বিগত বেশ কয়েকমাস ধরে ভারত-চীন সীমান্ত উত্তপ্ত হয়ে রয়েছে। আচমকাই বারবার হামলা করার চেষ্টা চালাচ্ছে চীন। আর তাদের সেই প্ল্যান বানচাল করে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। তবে এই পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষিত রাখতে ভারতীয় সেনাদের প্রয়োজন প্রচুর হাতিয়ার, যা দেশীয় বিভিন্ন সংস্থার পাশাপাশি আমাদানি করা হচ্ছে বিদেশ থেকেও।

slnvldnvldn

এই পরিস্থিতিতে ভারতে অবস্থিত ইসরায়েলের রাষ্ট্রদূত, ভারত ইসরায়েলের বন্ধুত্ব নিয়ে শুধুমাত্র কথার কথাই বলেননি, কাজেও দেখা গিয়েছে এই বন্ধুত্ব। গত বছর মার্চ মাসে ইসরায়েলের থেকে ৮৮০ কোটি টাকা দিয়ে ভারত ১৬৪৭৯ টি মেশিন গান কেনার চুক্তি করেছিল। কিন্তু মাঝে করোনা পরিস্থিতি চলে আসায় এই হাতিয়ার সময়ে ডেলিভারি নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল।

তবে বর্তমান সময়ে বিভিন্ন সংবাদ সংস্থার সূত্রে খবর পাওয়া গিয়েছে, ইতিমধ্যেই ইসরায়েল ৬০০০ হাজার মেশিন গানের প্রথম ক্ষেপ ভারতে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ, করোনা মহামারির মধ্যেই ভারতের চাহিদা অনুযায়ী রেকর্ড সময়ের মধ্যে প্রথম ক্ষেপ অস্ত্রের ভাণ্ডার বন্ধু দেশে পাঠিয়ে দিয়েছে ইসরায়েল। জানা গিয়েছে, বাকি মেশিন গান মার্চ মাসের মধ্যেই চলে আসবে।

b dcndnkfn

ইসরায়েলের এই পদক্ষেপ চীন এবং পাকিস্তানের পক্ষে খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের এই সকল হাতিয়ার কতটা শক্তিশালী তা খুব ভালো ভাবেই জানে চীন পাকিস্তান। তাই আসন্ন বিপদের আঁচ করতে পেরে কিছুটা সংশয়ে রয়েছে ইমরান খান এবং তাঁর বন্ধু জিনপিং।


Smita Hari

সম্পর্কিত খবর