প্রয়াত হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, গোটা রাজনৈতিক মহলে শোকের ছায়া

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রয়াত হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ (Assam Former CM Tarun Gogoi)। উনি বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। ওনার শারীরিক অবস্থার অবনতির কারণে অসমের বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল (Assam CM Sarbananda Sonowal) নিজের নির্ধারিত ডিব্রুগর যাত্রা রদ করে গুয়াহাটি পৌঁছে ছিলেন। আজ অসমের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওনার মৃত্যুর খবর দেন। ৮৪ বছরের গগৈ বিগত কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকালে ওনার শারীরিক অবস্থার খুবই খারাপ হয়ে গিয়েছিল।

X