‘এটা করা গেলে BJP-র জেতা নিশ্চিত’! ছাব্বিশের ভোটের আগেই ‘জয়ের মন্ত্র’ বলে দিলেন অর্জুন সিং

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট (WB Assembly Elections)। তার আগে পড়শি রাজ্য বিহারেও নির্বাচন রয়েছে। এই আবহে দুই রাজ্যে বিজেপির (BJP) ‘জয়ের মন্ত্র’ বলে দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। ‘যদি এটা করা যায়, তাহলে দু’টি রাজ্যেই বিজেপির জয় নিশ্চিত’, স্পষ্ট বলেন তিনি।

অর্জুন (Arjun Singh) যা বললেন…

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছিল বিজেপি। চব্বিশের লোকসভা ভোটেও দেখা যায় এক ছবি। তবে ছাব্বিশের বিধানসভা ভোটে যাতে একই জিনিস না হয়, তার জন্য আগেভাগেই ‘জয়ের মন্ত্র’ বলে দিলেন অর্জুন। ভোটে বিজেপিকে জেতাতে হলে বিহারে থাকা বাঙালি ভোটারদের ফের বাংলায় ফেরানোর কথা বলেন পদ্ম নেতা। তাঁদের ‘গেম চেঞ্জার’ বলে দাবি করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ।

অর্জুন সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশচন্দ্র দুবের কাছে এই আর্জি করেছেন। বিজেপি নেতা বলেন, বাংলার যে সকল ভোটাররা কর্মসূত্রে বিহারে রয়েছেন, তাঁরা যেন ভোট দিতে রাজ্যে ফিরে আসেন। একইরকমভাবে বিহারের যে সকল ভোটার এই রাজ্যে রয়েছেন, তাঁদেরকেও ফের ভোট দেওয়ার জন্য নিজ রাজ্যে পাঠানো হবে।

আরও পড়ুনঃ প্রেমিকার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! রিঙ্কু-পুত্রের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি বান্ধবীর, ঘনাচ্ছে রহস্য

প্রাক্তন সাংসদের কথায়, ‘এই সকল বাঙালিদের ভোট দেওয়ার জন্য রাজ্যে পাঠানো হোক। আর এখানে যে সকল বিহারের ভোটার রয়েছেন, তাঁরাও এই রাজ্য থেকে গিয়ে বিহারে নিজেদের ভোট দেবেন। যদি এটা করা যায়, তাহলে দু’টি রাজ্যেই বিজেপির জয় নিশ্চিত’।

এখানেই শেষ নয়! ভোট ময়দানে সাফল্য পেতে গেলে সকলকে ময়দানে নামতে হবে বলেও জানান বিজেপি নেতা। উদাহরণ হিসেবে পাকিস্তানকে (India-Pakistan) ‘শিক্ষা’ দেওয়ার কথাও বলেন তিনি।

Arjun Singh

অর্জুন বলেন, ‘বিজেপির ডিফেন্স সিস্টেম শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী মোদী যেমন ডিফেন্স সিস্টেম পোক্ত করে তিন ঘণ্টার মধ্যে ভারতে বসেই পাকিস্তানকে শিক্ষা দিয়েছেন, তেমনই বিজেপির ডিফেন্সও মজবুত করতে হবে। শুধু ভাষণ দিলে আর ভাষণ শুনলে হবে না। আমরা কেবল ভাষণ দিই, ভাষণ শুনি আর তারপর ঘরে গিয়ে শুয়ে পড়ি’।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে কমবেশি প্রত্যেকটি দলই নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করেছে। কোন মন্ত্রে ভোটবাক্সে বাজিমাত হবে? এবার তার সন্ধান দিলেন অর্জুন সিং (Arjun Singh)। বিহারে থাকা বাঙালি ভোটার যদি নিজ রাজ্যে এসে ভোট দেয় তাহলেই জয়ী হবে বিজেপি, দাবি করেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X