শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন সিপিএম বিধায়ক ডাঃ আব্দুর রাজ্জাক মোল্লা, রাজনৈতিক মহলে শোকের ছায়া

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ প্রয়াত হলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক ডাঃ আব্দুর রাজ্জাক মোল্লা (Abdur Razzak Molla)। শারীরিক অসুস্থার কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই বর্ষীয়ান বাম নেতা। বৃহস্পতিবার সকালে তাঁর প্রায়াণে রাজনৈতিক মহলে নেমেছে শোকের ছায়া।

বাম দলের সঙ্গে যুক্ত ছিলেন
দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে সুক্ত ছিলেন তিনি। কলেজে ছাত্রাবস্থায় বামপন্থী ছাত্র আন্দোলনের প্রতি আগ্রহ বাড়ায়, ধীরে ধীরে সিপিএম (Communist Party of India) নেতাদের সঙ্গে ওঠবোস শুরু করেন। কঠোর অধ্যাবসায়ের ফলে এক নিষ্ঠাবান সিপিএম নেতা নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন ডাঃ আব্দুর রাজ্জাক মোল্লা।

বার্ধক্য জনিত কারণে প্রাণ হারালেন
এই বর্ষীয়ান নেতার শেষ সময়ে তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর শ্যামনগরের বাসভবনে উপস্থিত হয়েছিলেন রশিদ গাজী, তুষার ঘোষ এবং স্থানীয় বাম নেতারা। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে নানাবিধ শারীরিক অসুস্থতার ভুগছিলেন তিনি। শেষে জীবনের মায়া ত্যাগ করে বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শোকাহত রাজনৈতিক মহল
প্রসঙ্গত, সিপিএম নেতা আব্দুর রেজ্জাক মোল্লা অবিভক্ত ভাঙড় বিধানসভায় ১৯৮৭ সালে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি সাধারণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিলেন। ভাঙড়ের বিধায়কের আসনে ৫ বছর নিজের ক্ষমতা কায়েম রেখেছিলেন তিনি। তবে পদ হারানোর পর দলের সঙ্গ কোনদিন ছাড়েননি। কিন্তু মধ্যবর্তীতে দল বিরোধী কার্যকলাপে তিনি লিপ্ত রয়েছেন, এই অভিযোগে তাঁকে দল থেকে বহিস্কার করে দেওয়া হয়েছিল। তবে তাঁর মৃত্যুতে সব রাজনৈতিক দলের কর্মকর্তারাই শোকাহত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

X