কিছুক্ষণেই জামিন পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়? সকলের নজর হাইকোর্টে

Published on:

Published on:

partha chatterjee(1)

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে আজই মুক্তি পাবেন পার্থ (Partha Chatterjee)? জোর জল্পনা চলছে। কিছুক্ষণেই রায় সামনে আসবে। গত সোমবার প্রাথমিকের মামলা শুনানি ছিল হাই কোর্টে। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। উল্লেখ্য, এই মামলায় জামিন পেলেই জেলমুক্তি পার্থের। পুজোর আগেই বেরোতে পারবেন জেল থেকে।

আজই জেলমুক্তি পার্থের? (Partha Chatterjee)

সম্প্রতি সিবিআইয়ের দায়ের করা নবম-দশম শ্রেণির মামলায় নিম্ন আদালতে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। এই মামলায় পার্থ সহ অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়দের বিরুদ্ধে গত ডিসেম্বর মাসে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই।

প্রাথমিক মামলার পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হয়েছিলেন। রাজসাক্ষী হওয়ায় তার নাম অভিযুক্তদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এর আগে প্রাথমিক মামলার শুনানিতে পার্থের আইনজীবীর যুক্তি ছিল, নিয়োগ মামলায় অনেকেই জামিন পেয়ে গিয়েছেন। তাঁকে কেন জামিন দেওয়া হচ্ছে না, একাধিকবার সে প্রশ্ন তোলেন পার্থের আইনজীবীরা।

যদিও পাল্টা সিবিআইয়ের যুক্তি ছিল, পার্থ নিয়োগ দুর্নীতির ‘মূল মাথা’। তিনি যথেষ্ট প্রভাবশালী। তাই জেলমুক্তি হলে তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। সেবছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও।

Partha Chatterjee

আরও পড়ুন: বকেয়া DA মামলায় রাজ্য সরকারের যুক্তির পাল্টা জবাব কনফেডারেশনের, কি বলা হচ্ছে?

নিয়োগ দুর্নীতিতে মামলায় ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ নিয়োগ দুর্নীতি মামলায় একে একে সকলেই জামিন পেয়েছেন। তবে পার্থর জেলমুক্তি হচ্ছে না এখনও। সিবিআই-এর গ্রুপ সি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন পার্থ। সিবিআইয়ের দায়ের করা নবম-দশম শ্রেণির মামলায় তৃণমূলের প্রাক্তন মহা সচিবের জামিন মঞ্জুর করেছে আলিপুর বিশেষ আদালত। এবার কলকাতা হাইকোর্ট আজ কি রায় দেয় সেটাই দেখার।