জেলে চিৎকার করে কাঁদতে শুরু করলেন পার্থ চট্টোপাধ্যায়! কারারক্ষীরা ছুটে যেতেই…

বাংলা হান্ট ডেস্কঃ দুয়ারে লোকসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে। সকাল থেকে রাত প্রচারের কাজে ছুটে বেড়াচ্ছেন দলের নেতা-নেত্রী থেকে শুরু করে সাধারণ কর্মীরা। আর ওদিকে অন্ধকার কুঠুরিতে দিন কাটাচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সত্যি ভাগ্যের কী পরিহাস! সেই ২০২২ সালের জুলাই মাস থেকে নিয়োগ দুর্নীতির দায়ে (Recruitment Scam) জেলবন্দি পার্থ। মাঝে কেটে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন। সামনে লোকসভা নির্বাচন। এহেন অবস্থায় জেলে আর একটুও ভালো লাগছে না! এবার কান্নায় ভেঙে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়।

‘জেলের ভেতর থাকতে আমার আর একদণ্ড ভালো লাগছে না।’ চিৎকার করে কাঁদতে শুরু করলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। জেল সূত্রে খবর, গত রবিবার সন্ধ্যার দিকে আচমকা প্রাক্তন মন্ত্রীর সেল থেকে কান্নার শব্দ শুনতে পান কয়েকজন কারারক্ষী। তৎক্ষণাৎ তারা সেখানে ছুটে যান। গিয়ে দেখেন পার্থবাবু কাঁদছেন। তাকে জিজ্ঞাসা করা হয়, ‘আপনার কি কিছু হয়েছে?’ চোখের জল মুছতে মুছতে পার্থ বলেন, ‘আর একদণ্ড এখানে থাকতে আমার ভালো লাগছে না। এখানে আমি হাঁপিয়ে উঠছি।’

সংশোধনাগার থেকে রাতের খাবারে সাধারণত রুটি, ডাল আর সবজি দেওয়া হয়। এদিন কোনোরকমে একটি রুটি আর ডাল খেয়ে শুয়ে পড়েন পার্থ। চোখের কোনায় তখনও জল। কারারক্ষীরা তাকে বোঝানোর অনেক চেষ্টা করেন। বলেন, ‘আপনি শান্ত হোন।’ হতাশা ভরা গলায় পার্থ বলেন, ‘আর কতদিন এই জেলের ভেতর কাটাতে হবে কে জানেন!’

জেল সূত্রে খবর, সারাক্ষন একাই থেকেই পার্থ। কারও সঙ্গে কথাটুকুও বলেন না। বই পড়া, হাঁটাচলা, খানিক সময় খবরের কাগজে চোখ বোলানো এসব করেই দিন কাটে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। নিজেকে এক্কেবারে গুটিয়ে ফেলেছেন পার্থ চট্টোপাধ্যায়। একসময়ের দাপুটে নেতা আজ বড্ড চুপচাপ।

partha s

আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগ নিয়ে বিরাট রায় হাইকোর্টের! বাম আমলের এই ৪০০ জন পাচ্ছেন চাকরি, তালিকায় কারা?

প্রসঙ্গত, ২০২২ সালের ২২ জুলাই, নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই সময় তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে দু’দফায় প্রায় ৫১ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই থেকেই জেলবন্দি পার্থ-অর্পিতা। যদিও দুজনেই বহুবার নিজেদের নিরপরাধ বলে দাবি করেছেন তারা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর