সাড়ে তিনবছরের অপেক্ষা শেষ! নিয়োগ দুর্নীতির সব মামলায় জামিন পার্থের, বিরাট রায় দিল হাইকোর্ট

Updated on:

Updated on:

partha chatterjee(3)

বাংলা হান্ট ডেস্কঃ সাড়ে তিনবছর পর এবার জেলমুক্তির পথে পার্থ (Partha Chatterjee)? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন পার্থ। এদিন পার্থের জামিনের রায় দেন বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে।

উল্লেখ্য, প্রাথমিকের এই মামলা বাদে বাকিগুলিতে আগেই জামিন পেয়ে গিয়েছেন পার্থ। এবার শেষ একটাতেও জামিন। যদিও এখনই প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেলমুক্তি হবে কি না, তা স্পষ্ট নয়। নিম্ন আদালতের উপর নির্ভর করছে গোটা বিষয়। যদিও কিছুদিন আগেই পার্থের আইনজীবী জানিয়েছিলেন, প্রাথমিকের এই মামলায় জামিন পেলেই তাঁর মক্কেলের জেলমুক্তি।

সাড়ে তিন বছর পর নিয়োগ দুর্নীতিতে ‘মুক্ত’ পার্থ | Partha Chatterjee

সূত্রের খবর, ইডি এবং সিবিআইয়ের সব মামলায় জামিন পেলেও এবারর পার্থর পুজো কাটবে জেলেই। কারণ সুপ্রিম কোর্টের একটি মামলার শর্তে পার্থ এখনই বাইরে বার হতে পারবেন না। আসলে গত ১৮ অগস্ট পার্থের জামিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, জামিনের বন্ড করার আগে নিম্ন আদালতকে চার্জ গঠন করতে হবে। চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতকে চার্জ গঠন করতে হবে।

partha chatterjee(2)

তার পরে দু’ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিবদ্ধ করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এসব হলে তার পরেই পার্থকে নিম্ন আদালত মুক্তি দিতে পারবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল।

সেবছরই জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও। নিয়োগ দুর্নীতিতে মামলায় ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ একে একে অনেকেই জামিন পেয়েছেন। তবে ‘প্রভাবশাল তত্ত্বে’ পার্থর জেলমুক্তি হচ্ছিল না।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ রুখতে কড়া পদক্ষেপ, হস্টেল বন্ধ রাখার নির্দেশ দিল হাইকোর্ট

এর আগে সিবিআই-এর গ্রুপ সি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন পার্থ। সিবিআইয়ের দায়ের করা নবম-দশম শ্রেণির মামলায় তৃণমূলের প্রাক্তন মহা সচিবের জামিন মঞ্জুর করেছে আলিপুর বিশেষ আদালত। এবার কলকাতা হাইকোর্টেও মঞ্জুর পার্থের আর্জি।