জনতা কারফিউ সফল করতে ভারতীয়দের উৎসাহিত করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) পরিস্থিতিতে ভিত এখন সমগ্র বিশ্ব। করোনা ভাইরাস সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। সমগ্র বিশ্বে এখনও অবধি আক্রান্ত হয়েছেন ৩০৮২১৫ জন মানুষ এবং প্রাণ হারিয়েছেন ১৩০৬২ জন মানুষ। ভারতেও (India) এই রোগ বিস্তার লাভ করেছে। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে বেড়ে ৩৩২ জন এবং মৃতের সংখ্যা বেড়ে ৫। এই পরিস্থিতিতে ভারতের পথ অনুসরণ করছে সকলে। ভারতের সংস্কৃতি এবং ভারতের ভাষা নিয়ে আগ্রহ বেড়েছে মানুষের মধ্যে।

pitarson

এই পরিস্থিতিতে ইংল্যান্ডের (England) প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন এক ট্যুইট করে বলেন, ‘ভারতীয় নাগরিকদের করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকারের বিধি নিষেধ মেনে চলার অনুরোধ করেন’। ভারত যখন করোনা প্রভাব সামলাতে বদ্ধ পরিকর, তখন পৃথিবির অন্যান্য দেশ ভারতের বিরুদ্ধে কথা বলছে। জনসংখ্যা বিপুল পরিমাণে হওয়ার পরও, ভারত কিন্তু এই রোগ প্রতিরোধে সক্রিয় ভূমিকা গ্রহণ করছে।

এই সময় জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার হিন্দিতে ট্যুইট করে বলেন, ‘ নমস্তে ইণ্ডিয়া। আমরা সবাই করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য একজোট আছি। সকলেরই উচিত নিজ নিজ সরকারের কথা মেনে চলা এবং আগামী কিছু দিন নিজেদের ঘরবন্দি করে রাখা। এখন সতর্ক থাকার সময়। আপনাদের সকলকে অনেক ভালোবাসা। এবং আমার এই হিন্দি শিক্ষক হলেন শ্রীবাতস গোস্বামী’।

৩৯ বছর বয়সী পিটারসন তাঁর হিন্দি শিক্ষকের নাম প্রকাশ করলেন। এবং তিনি এর আগেও পিটারসন একবার জংলী জীব জন্তুদের সংরক্ষণের বিষয়ে হিন্দিতে ট্যুইট করেছিলেন। পিটারসন তাঁর এবারের ট্যুইটে নমস্তে দিয়ে শুরু করেছেন। এখন করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিশ্বের প্রায় সব দেশ হেন্ড সেকের বদলে হাত জোড় করে নমস্তে করছেন।


Smita Hari

সম্পর্কিত খবর