কিছুদিনের মধ্যেই গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দেবেন তৃণমূলে: দেবাংশু ভট্টাচার্য্য

বাংলাহান্ট ডেস্কঃ শনিবার গেরুয়া শিবিরকে বড় ঝটকা দিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর এই দলবদলের জেরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। উল্টো দিকে এই ইস্যুতে দেবাংশু ভট্টাচার্যর (debangshu bhattacharya) করা এক মন্তব্য নিয়ে বড় আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

কেন্দ্রীয় মন্ত্রীত্ব হারানোর পর রাজনৈতিক মহলে বাবুলকে নিয়ে জল্পনার শেষ ছিল না। তাঁর দীর্ঘ ফেসবুক পোস্ট নিয়ে নানা জলঘোলা হয়েছিল রাজনীতির অন্দরে। তবে সমস্ত জল্পনা কল্পনা শেষ করে, অবশেষে শনিবার তৃণমূলে নাম লেখান বাবুল সুপ্রিয়।

FB IMG 1627751892429

বাবুল সুপ্রিয় দলবদল করতেই ফেসবুক লাইভে আসেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তুলোধনা করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকেও। দেবাংশু বলেন, ‘অমিত শাহকে তো রাজনীতির চাণক্য বলা হয়। কিন্তু তিনি কেমন চাণক্য যে,  নিজের দলে সদস্যদের ধরে রাখতে পারছেন না। তাঁর মানে কি রাজনীতির আসল চাণক্য অভিষেক বন্দ্যোপাধ্যায়! যিনি বারবার রাজনীতির ময়দানে শান্ত থেকে, রাস্তায় নেমে নিজেকে প্রমাণিত করেছেন’।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে দেবাংশু বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে এটা একটা রিটার্ন গিফট। এখন আগামী ৫ বছর আপনারা টিভির সামনে বসে শুধু পপকর্ণ খেয়ে যান। খেলা তো সবে শুরু হয়েছে। দেখাবেন মানুষের পাশে থাকা কাকে বলে, উন্নয়ন কাকে বলে’।

দেবাংশুর কথায়, ‘বাংলা থেকে যখন ২ জন সাংসদ ছিলেন, তখন বাবুল সুপ্রিয়কে প্রতিমন্ত্রী করা হয়েছিল। তবে এবার যখন ১৮ জন হল, তখন একজনকে পূর্ণমন্ত্রী করার আশা ভঙ্গ করে বাবুল সুপ্রিয়কেই মন্ত্রিসভা থেকে সরানো হল’।

দেবাংশু আরও বলেন, ‘এবার হয়ত কিছুদিনের মধ্যেই দেখবেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কলকাতায় এসে তৃণমূলে যোগ দিচ্ছেন। তবে আমি জানি না, ঠিক কি হতে হতে চলেছে। তবে প্রস্তুত থাকুন, বিরাট খেলা চলছে রাজনীতিতে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর