‘হ্যাঁ আমি বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়…’, এবার ফোঁস করে উঠলেন অভিজিৎ , হঠাৎ কী এমন হল?

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার হাইভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে একটি তমলুক। এই কেন্দ্র তৃণমূল প্রার্থী হিসেবে বেছে নিয়েছে দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya)। ওদিকে এখনও নাম ঘোষণা না করলেও সর্বত্র রটে গিয়েছে তমলুক আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Former Justice Abhijit Gangopadhyay)।

প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই সেখানে ভাড়া বাড়ি নিয়ে নিয়েছেন তৃণমূলের দেবাংশু। ফুল মেজাজে ভোট প্রচার করতে সেখানেই থাকছেন তৃণমূল নেতা। এককথায় মাটি কামড়ে পড়ে রয়েছেন। আর দেবাংশুর ভাড়া বাড়িতেই দুদিন আগে হঠাৎ হাজির হয় চন্দ্রবোড়া সাপ! দেবাংশুর ভাড়া বাড়ির নীচে সিঁড়ির কোণে সাপ নিয়ে রীতিমতো শোরগোল ছড়িয়ে পড়ে।

এদিকে এই সাপ নিয়েও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি দেবাংশু। তারই হবু প্রতিদ্বন্দ্বী কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে দেবাংশু বলেন, ‘তমলুকে বিজেপির প্রার্থী এখনও ঘোষণা হয়নি। তার আগেই সিঁড়ির তলায় হাজির উনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন উনি চন্দ্রবোড়া সাপ। তিনি নিজেকে সাপের সঙ্গে তুলনা করেছিলেন। যদিও তাকে দেখা যায়নি। তবে আজ সকালে দেখছি আমার সিঁড়ির তলায় উনি। ”

সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ব্যঙ্গ করে দেবাংশু বলেন, “সকালে দেখছি আমার সিঁড়ির তলায় উনি! বিজেপি প্রার্থী।” দেবাংশু আরও বলেন, “খুব ভালো লাগছে প্রার্থী প্রতিদ্বন্দ্বির সঙ্গে দেখা করতে এসেছেন। আমরা বনদপ্তরে জানিয়েছি। ওনারা এসে একে নিয়ে যাবেন। তমলুকবাসীর উদ্দেশে দেবাংশু বলেন, সকলে সাবধানে থাকুন। তিনিও সাবধানে আছেন। সাপখোপ বাড়িতে তুলবেন কিনা তমলুকবাসী ভাবুন।”

avijit debangshu

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর! এবার লাফিয়ে বাড়বে বেতন, কাদের কপাল খুলছে?

এদিকে তৃণমূল প্রার্থীর কটাক্ষের জবাবও দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি হাই কোর্টের প্রাক্তন বিচারপতিকে প্রশ্ন করলে প্রথমে তিনি, ‘কে দেবাংশু, ধূরর’ বলে এড়িয়ে যান। এরপর বলেন, “হ্যাঁ আমি বলেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল আমাকে বিষাক্ত বলে কটাক্ষ করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে হ্যাঁ আমি বিষাক্ত, যে কোনও মুহূর্তে চন্দ্রবোড়াও হয়ে যেতে পারি। আপনারা সাবধানে থাকুন।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর