সুপার ফ্লপ ২৫ কোটির বোলার, জয় এনে দিল ২০ লাখের রাণা! বেদম পিটুনি খেল স্টার্ক

বাংলা হান্ট ডেস্ক : এ ওকে টক্কর দেয় তো সে তাকে। IPL-র মিনি অকশনে অজি তারকাদের নিয়ে ঝড় উঠেছিল যেন। একদিকে সানরাইজর্স হায়দরাবাদ প্যাট কামিন্সকে কেনেন ২০.৫০ কোটি টাকা দিয়ে। অন্যদিকে কেকেআর (Kolkata Knight Riders) মিচেল স্টার্ককে (Mitchell Starc) কিনেছেন ২৪.৭৫ কোটি টাকা দিয়ে। যদিও প্রথম ম্যাচে সেরকম ক্যারিশ্মা দেখাতে সক্ষম হননি স্টার্ক। উল্টে সানরাইজর্সের পথ প্রশস্তই করে দিয়েছিলেন।

প্রথম দুই ওভারে স্টার্কের বল থেকে বের হয় ২২ রান। যেখানে ৩ ওভারে রান বেড়ে দাঁড়ায় ২৭। এতদূর অবধি তাও ঠিক ছিল। গোল বাধে ডেথ ওভারে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ ১৯ ওভারে মাঠে নামেন মিচেল স্টার্ক। প্রথম বলেই একটা বড়সড় ছক্কা হাঁকালেন ক্লাসেন। ক্লাসেন যেন ঠিক করেই রেখেছিলেন যে, দ মিঃ বোলারকে আজ নাস্তানাবুদ করেই ছাড়বেন।

   

আর তাই তো ছক্কার পথ একটা ওয়াইড, একটা ডট বলের পর জোড়া ছক্কা হাঁকালেন সানরাইজর্স তারকা। এরপরেই সুগ্রীব দোসর হয়ে আরেকটা ছক্কা শাহবাজ আহমেদের। সবে মিলিয়ে ৫৩ রান দিয়ে কোনও উইকেট না নিয়েই ফিরে আসেন স্টার্ক। এমন একটা পরিস্থিতিতে ভালোই বেকায়দায় পড়েছিল কেকেআর। ম্যাচ যে কোনও সময় সানরাইজর্সের দিকে ঘুরে যেতে পারত।

আরও পড়ুন : রাম জ্বরে কাবু ওয়ার্নার! গেরুয়া চাদর গলায় ‘জয় শ্রী রাম’ ধ্বনি অজি তারকার

kkr

শেষ ২ ওভারে সানরাইজর্সের কাছে ৩৯ রানের টার্গেট। ম্যাচ প্রায় জিতিয়েই এনেছিল হায়দরাবাদ। তবে ম্যাচ ফের একবার KKR-র ঘরে ফিরে আসে হর্ষিত রানার (Harshit Rana) সৌজন্য। শেষ ওভারে সানরাইজর্সের টার্গেট তখন ১২। হর্ষিত মাঠে নেমেই দিয়ে বসেন একটা ৬। পরের বলে সিঙ্গেল। তবে ম্যাচের রঙ বদলে যায় তৃতীয় বলে। বেশ কায়দা করে শাহবাজের উইকেটটি তুলে নিলেন তিনি। চতুর্থ বলে ফের একটা সিঙ্গেল। এরপর ম্যাচ সমানে সমানে।

আরও পড়ুন : অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি বন্ধ করল ভারত, রমজান মাসে চরম বিপাকে বাংলাদেশ

সানরাইজর্সের কাছে লক্ষ্য তখন ২ বলে ৫ রান। পঞ্চম বলে সোজা ক্যাচ আউট এবং শেষ বলে প্যাট কামিন্সের টার্গেট তখন ৫ রান। তবে হর্ষিত রানা যেন কোনোভাবেই অজি তারকাকে জিততে দিতে নারাজ। ডট বলেই থামিয়ে দিলেন ম্যাচ। সেই সাথে কেকেআরকে ৪ রানে জিতিয়ে দিলেন তিনি। সেই সাথে কামিন্স, স্টার্কদের সাথে কেকেআরের সেরা পেসারদের তালিকায় নাম লিখিয়ে নিলেন তরুণ পেসার হর্ষিত রানা। ম্যাচ শেষে তার প্রাপ্তি ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৩ উইকেট।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর