বাংলা হান্ট ডেস্ক: কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কমিউনিস্ট নেতা ভি. এস. অচ্যুতানন্দন (VS Achuthanandan) দীর্ঘ অসুস্থতার পর সোমবার প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। গত মাসে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) বেশ কয়েকজন নেতা তাঁকে হাসপাতালে দেখতে যান।
প্রয়াত হলেন কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি. এস. অচ্যুতানন্দন (VS Achuthanandan):
কেরালার মুখ্যমন্ত্রী ছিলেন: উল্লেখ্য যে, ভি.এস. অচ্যুতানন্দন (V. S. Achuthanandan) ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত কেরালার মুখ্যমন্ত্রী ছিলেন। ১৫ বছর ধরে কেরালা বিধানসভায় বিরোধী দলের নেতা থাকা অচ্যুতানন্দন রাজনৈতিক মহলে ভি.এস. নামেই ছিলেন পরিচিত। CPM-এর প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম একজন ছিলেন অচ্যুতানন্দন।
১৯৩৯ সালে ট্রেড ইউনিয়নের মাধ্যমে তিনি তাঁর রাজনৈতিক সফর শুরু করেন এবং ১৯৪০ সালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ভি.এস. অচ্যুতানন্দনের (V. S. Achuthanandan) পুরো নাম হল ভেলিক্কাকাথু শঙ্করন অচুতানন্দন। তিনি বামপন্থী দল CPM-এর একজন বড় নেতা ছিলেন।
আরও পড়ুন: ক্রিকেটের দুনিয়ায় এন্ট্রি নিল ২ টি নতুন দল! বড় ঘোষণা করল ICC
১৯৮৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সিপিএম পলিটব্যুরোর সদস্য: ভি.এস. অচ্যুতানন্দন (VS Achuthanandan) ১৯৮৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সিপিএম পলিটব্যুরোর সদস্যও ছিলেন। পরে তাঁকে দলের কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়। তিনি তাঁর রাজনৈতিক কেরিয়ারের প্রথম দিকে নারকেল কারখানার শ্রমিক থেকে শুরু করে কৃষক ও শ্রমিকদের জন্য উল্লেখযোগ্য কাজ করেছিলেন। তিনি ত্রাভানকোরে কার্শাকা থোঝিলালি ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। এই ইউনিয়নটি পরে কেরালা রাজ্য কার্শাকা থোঝিলালি ইউনিয়নে পরিণত হয়।
আরও পড়ুন: কলেজের ওপর ভেঙে পড়ল বায়ুসেনার বিমান! ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে, একাধিক মৃত্যুর আশঙ্কা
৫ বছরেরও বেশি সময় ধরে জেলে ছিলেন: ভি.এস. অচ্যুতানন্দন (VS Achuthanandan) একাধিক আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি ১৯৪৬ সালের পুন্নাপ্রা-ভায়ালার বিদ্রোহের প্রধান নেতা ছিলেন। ওই আন্দোলনের কারণে তিনি ৫ বছরেরও বেশি সময় ধরে কারাগারে ছিলেন এবং প্রায় ৪.৫ বছর ধরে আত্মগোপনেও ছিলেন।
Saddened by the passing of former Kerala CM Shri VS Achuthanandan Ji. He devoted many years of his life to public service and Kerala’s progress. I recall our interactions when we both served as Chief Ministers of our respective states. My thoughts are with his family and… pic.twitter.com/hHBeC4LEKf
— Narendra Modi (@narendramodi) July 21, 2025
এদিকে, ভি.এস. অচ্যুতানন্দনের (VS Achuthanandan) মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি “এক্স” মাধ্যমে জানিয়েছেন, “কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী ভি.এস. অচ্যুতানন্দনজির মৃত্যুতে গভীর শোকাহত। তিনি তাঁর জীবনের বহুবছর জনসেবা এবং কেরালার অগ্রগতিতে উৎসর্গ করেছিলেন।” প্রধানমন্ত্রী আরও বলেন “আমরা দু’জনে যখন নিজে নিজে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি তখন আমাদের আলাপচারিতার কথা আমি স্মরণ করি। এই দুঃখের সময়ে তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমার সমবেদনা রইল।”