সৌরভের ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁদানো ক্রিস ক্রিনস এখন পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ ক্রিস ক্রিনস (Chris Crains) নামটা শুনলেই যেকোনো বাঙালি ক্রিকেটপ্রেমীর মনে পড়ে যায় অত্যন্ত দুঃখের একটি স্মৃতি। সালটা ২০০০ তারিখ ১ ফেব্রুয়ারি , আইসিসি নকআউট অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। বাঙালি অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে তখন প্রথম আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছে গোটা ভারত। সেই ম্যাচে দুরন্ত শতরানও করেছিলেন সৌরভ। অন্যদিকে নিউজিল্যান্ডের শুরুটা মোটেই ভালো হয়নি। কিন্তু সেই বিকট পরিস্থিতি থেকে একা হাতে ম্যাচ করিয়ে দিয়েছিলেন এই কিউয়ি অলরাউন্ডার। ১১৩ বলে ৮টি সাহায্যে শত রান পূর্ণ করে দলকে ম্যাচ জিতিয়ে দেন তিনি। ফলে অধরাই থেকে যায় এক বাঙালির আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন।

সেই ক্রিস ক্রিনস এখন মারাত্মক অসুস্থ, তার সুস্থতা কামনা করছে গোটা ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বর্তমানে বসবাস করছিলেন ক্রিস। সেখানে নিজের বাড়িতে আশঙ্কাজনক অবস্থায় হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন তিনি। সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় সিডনির হাসপাতালে যদিও পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। আপাতত লাইফ সাপোর্টে রাখা হয়েছে এই কিউয়ি কিংবদন্তিকে।

ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর অবশ্য মারাত্মক অর্থাভাবে পড়তে হয়েছিল এই তারকাকে। দুবাইতে ডায়মন্ড মার্চেন্ট হিসেবেও কাজ করেছেন ক্রিস। এমনকি পরবর্তী ক্ষেত্রে তাকে বাস ক্লিনারেরও কাজ করতে হয়।

images 2021 08 10T163429.150

দেশের হয়ে মোট ৬২ টি টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার সংগ্রহ করেছেন ৩৩২০ রান এবং ২১৮ টি উইকেট। খেলেছেন দুটি টি-টোয়েন্টি এবং ২২৫ টি একদিনের ম্যাচ। একদিনের ম্যাচে তার সংগ্রহ ৪৯৫০ রান ও ২০১টি উইকেট। তার এই রেকর্ডই বলে দেয় নিউজিল্যান্ডের অন্যতম শ্রেষ্ঠ রাউন্ডার। তার এই অসুস্থতায় তাই মর্মাহত সকলেই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর