ভারত নিয়ে করতেন অহেতুক বাজে মন্তব্য! আজ গ্রেপ্তার হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খান (Imran Khan), যিনি কিছু বছর আগে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বও ছিলেন, তাকে গ্রেপ্তার করে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তান নির্বাচন কমিশনের করা এই মামলায় প্রাক্তন পাক ক্রিকেটার ও কিংবদন্তি অলরাউন্ডারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোষাখানায় জমা দেওয়ার বদলে বিক্রি করার অভিযোগ আনা হয়েছে।

সেই মামলার শুনানিতে আজ ট্রায়াল কোর্ট এই রায় দিয়েছে। ইসলামাবাদের ওই আদালত থেকে রায় ঘোষণা করার কিছু সময় পরেই ৫ আগস্ট, শনিবার তাঁকে নিজের ‘জামান পার্ক’ নামক লাহোরের বাড়িটি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

imran khan speech

আদালতের তরফ থেকে বলা হয়েছে ইমরান খান নির্বাচন কমিশনে ইচ্ছাকৃতভাবে ভুল কাগজপত্র জমা দিয়ে আদালতকে বিপথে চালনা করার চেষ্টা করেছেন। তাই দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত হয়েছেন। বিচারক নির্বাচন আইনের ১৭৪ ধারায় পিটিআইয়ের প্রধানের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ডের রায় দেন।

শনিবার আদালতে এই মামলার রায়ের শুনানি শুরু হয় পাকিস্তানের সময় অনুযায়ী সকাল আটটা বেজে ৩০ মিনিটে। এই সময় ইমরান খান বা তাঁর আইনজীবীরা আদালতে উপস্থিত না থাকায় বিচারপতিরা সরাসরি তার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি ইমরানের আইনজীবীদেরকে কোর্টে উপস্থিত হয়ে প্রাক্তন পাক অধিনায়কের পক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথা বলেন। কিন্তু শেষপর্যন্ত কেউ আসেনি আদালতে এবং আদালত স্থানীয় সময় ১২ টা নাগাদ তার ৩ বছরের কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেন। আগামী বছরেই পাকিস্তানে সাধারণ নির্বাচন রয়েছে। আর ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি হল ইসলামাবাদের প্রধান বিরোধী দল। সেদিক থেকে ভোটের আগে ইমরানের এই সাজা তেহরিক-ই-ইনসাফের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর