বাংলাহান্ট ডেস্কঃ একুশের হাইভোল্টেজ প্রেস্টিজ ফাইটের ৭ দফা ভোট পর্ব ইতিমধ্যেই মিটেছে। বাকি আর মাত্র একটি দফা। সেই ভোট অষ্টমীর আগেই ধাক্কা খেল শাসকদল তৃণমুল (TMC)। বিধানসভা নির্বাচন শুরুর আগে এবং নির্ঘন্ট প্রকাশ পাওয়ার পরও তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের যে দলত্যাগের পালা শুরু হয়েছিল। তা শেষ দফা ভোটের আগের দিন পর্যন্ত অব্যহত রইল।
আজ, বুধবার তৃণমূল কংগ্রেস ছাড়লেন রাজ্যের প্রাক্তণ মন্ত্রী তথা প্রাক্তণ আইপিএস অফিসার ওপেন বিশ্বাস। শাসকদলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে (Subrata Bakshi) চিঠি দিয়ে উপেন বিশ্বাস (Upen Biswas) দলের প্রাথমিক সমস্ত পদ থেকেই ইস্তফা দিলেন।
উল্লেখ্য, দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটাতে ২০০২ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর উপেন বিশ্বাস। বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ট বলে পরিচিত তিনি। সেই তিনিই এদিন দলের সব পদ ত্যাগ থেকে ইস্তফা দিলেন। যদিও ইস্তফা লগ্নে তিনি পারিবারিক কারণই দেখিয়েছেন। তবে তাঁর গেরুয়া শিবিরে (BJP) যোগদানের কোনও সম্ভাবনা আছে কিনা, তা ভাবাচ্ছে শাসকদলকে।
জানিয়ে দি, মমতা বন্দ্যোপাধ্যায় এই উপেন বিশ্বাসকে ভোটে দাঁড় করিয়ে বিধায়ক করার পাশাপাশি, তাঁকে মন্ত্রীও করেছিলেন। শ্রেণিকল্যান দফতরের এই মন্ত্রী পরে ভোটে হেরে গেলে তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় SC-ST কমিশনে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। তবে ভোটের একদম অন্তিম লগ্নে এসে অকস্মাৎ উপেন বিশ্বাসের ইস্তফা যে চাপে ফেলেছে মমতাকে তা বলাই বাহুল্য।