বাংলাহান্ট ডেস্কঃ ভারতের পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদী (Nirav Modi), এবার তাঁর পক্ষে সাক্ষ্য দিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু (Markandey Katju)। ভারতের আদালতে তিনি সঠিক বিচার পাবেন না, ব্রিটেনের আদালত থেকে এমনটাই বলতে চলেছেন মার্কণ্ডেয় কাটজু। শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নিরব মোদীর পক্ষে এমনই সাক্ষ্য দেওয়ার কথা তাঁর।
নীরব মোদীর পক্ষে সাক্ষ্য দেবেন মার্কণ্ডেয় কাটজু
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারির মূল অভিযুক্ত নীরব মোদীকে ভারতে আনার বিরুদ্ধে ব্রিটেনের আদালতে এক লিখিত বিবৃতিও জমা দিয়েছেন তিনি। এমনকি সংবাদ মাধ্যমকে তিনি তাঁর লিখিত বিবৃতির কথা জানিয়ে বলেছেন, ভারতের মিডিয়া এবং সরকার তাঁর বিরুদ্ধে থাকায়, ভারতে নীরব মোদীর যথাযথ বিচার পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই তিনি বীরব মোদির পক্ষে সাক্ষ্য দিতে চলেছেন।
ভারতের আইন মন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন
বিচারপতি মার্কণ্ডেয় কাটজু আরও জানিয়েছেন, ‘কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে নীরব মোদীকে অপরাধী বলে ঘোষণা করেছেন। কিন্তু একজন আইনমন্ত্রী কীভাবে কাউকে অপরাধী হিসাবে ঘোষণা করতে পারেন? কোন ব্যক্তি অপরাধী কিনা, তাঁর বিচার করবে আদালত। সেখানে আইনমন্ত্রী কিভাবে নিজের রায় দিচ্ছেন?’
নীরব মোদীর বিরুদ্ধে অভিযোগ
প্রসঙ্গত, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে নীরব মোদী এবং তাঁর কাকা মেহুল চোকসির বিরুদ্ধে। সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং মুম্বাইয়ের বিশেষ আদালতে তাঁদের বিরুদ্ধে মামলা চলছে।
সূত্রের খবর, অভিযোগ আছে ব্যাঙ্কের কিছু কর্মীদের অর্থের লোভ দেখিয়ে নিজের দলে করে নিয়েছিলেন নীরব মোদী। তারপর নিজেদের লোক পাঠিয়ে ব্যাঙ্কের কম্পিউটার হস্তান্তর করে নিজেরা লগ ইন করে টাকা জালিয়াতি করত। এমনকি ব্যাঙ্কের ডিজিটাল সিস্টেমেও তাঁর হস্তক্ষেপ করত বলে অভিযোগ আছে।