ভাইপোর বিয়েতে ছাদ থেকে লক্ষ লক্ষ টাকা ওড়ালেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান! নোট কুড়োতে ধাক্কা-ধাক্কি

বাংলা হান্ট ডেস্কঃ আকাশ নয়, ছাদ থেকে হচ্ছে টাকার ‘বৃষ্টি’। কোনো সিনেমা না, বাস্তবেই এমন ঘটনা ঘটল গুজরাতের (Gujrat) মেহসানা জেলায়। ভাইপোর বিয়ের (Nephew’s Marriage) অনুষ্ঠান, বেজায় উচ্ছাসিত এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান (Former Village Head)। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করেও সাধ মিটল না তার, শেষে অনুষ্ঠানকে আরও জমকালো করে তুলতে ছাদ থেকে লক্ষ লক্ষ টাকাও ওড়ালেন তিনি।

ছাদ থেকে টাকার ‘বৃষ্টি’ হচ্ছে, আর অন্যদিকে তা কুড়াতে রীতিমতো হুড়োহুড়ি। এমন দৃশ্য প্রকাশ্যে আসতেই শোরগোল দেশ জুড়ে। জানা গিয়েছে, মেহসানা জেলার আগোল গ্রামের প্রাক্তন প্রধান করিম যাদব। ফেব্রুয়ারি মাসেই গত ১৬ তারিখ বৃহস্পতিবার করিমের ভাইপো রজ্জাকের বিয়ে ছিল। খুবই ধুমধাম করে সেই বিয়ের অনুষ্ঠান করা হয়।

মহাসমারোহে বিয়ে কাটার পর অনুষ্ঠানের দ্বিতীয় দিন গ্রামে শোভাযাত্রা নিয়ে বেরিয়েছিলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান করিম যাদব। অনুষ্ঠানের সময়ই করিম ও তার পরিবারের কয়েক জন সদস্য হঠাৎ বাড়ির ছাদে উঠে যান। এরপরেই সেখান থেকে ওড়াতে শুরু করেন গুচ্ছে গুচ্ছে টাকা। জানা গিয়েছে ১০, ২০০ থেকে শুরু করে ৫০০ টাকার নোটও ওড়ান করিমবাবু। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট টিম।

অন্যদিকে, ছাদ থেকে টাকা ওড়ানোর সময় তার বাড়ির নীচে দাঁড়িয়ে কয়েক শত এলাকার লোক। ওপর থেকে টাকা পড়তেই তা কুড়োতে রীতিমতো ধুন্ধুমার দশা। এমনকি মাঝে ধাক্কা-ধাক্কিতে নাকি পদপিষ্টের অবস্থাও সৃষ্টি হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, ছাদ থেকে কয়েক লক্ষ টাকা উড়িয়েছেন করিমবাবু। এই ঘটনা সামনে আসতেই হতবাক সকলে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর