বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাংলায় প্রতিভার অভাব আছে, এমন দাবি অতি বড় নিন্দুকেও করবে না। বাংলায় একাধিক ক্ষেত্রে একাধিক প্রতিভাবান ব্যক্তির সন্ধান মাঝেমধ্যেই পাওয়া যায়। আবার এমন অনেক প্রতিভাও রয়েছে, যাদের সন্ধান পাওয়া যায় না। সুযোগের অভাবে তারা হারিয়ে যান। তবে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক প্রতিভার সন্ধানই পাওয়া যাচ্ছে খুব সহজে। ফের এমনই এক ক্ষুদে প্রতিভার সন্ধান মিললো।
যে বাচ্চাটির কথা এখানে বলা হচ্ছে সেই বাচ্চাটি ৮ বছর বয়সেই অ্যাপ্লিকেশন (app) তৈরি করতে সক্ষম হয়েছেন। মাত্র ১১ বছর বয়সেই ই-প্রোগ্রামিং কম্পিউটারের ওপর লিখে ফেলেছেন একটি আস্ত বই। ১০৬ পাতার এই বইয়ের চাহিদা আন্তর্জাতিক বাজারে প্রতিমুহুর্তে বৃদ্ধি পাচ্ছে। আর এই বইটি লিখতে তার সময় লেগেছে মাত্র একদিন। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, অলিপুরদুয়ারের এই বিস্ময় বালকের এই বয়সেই এত প্রতিভা দেখে অভিভূত নেটিজেনরা।
কম্পিউটার প্রোগ্রামিংয়ের ওপর লেখা এই বইটির নাম কোড ওয়ার্ড। আর যিনি এই বইটি লিখেছেন তার নাম অনুব্রত সরকার। ফায়ারবেস, প্রোগ্রামিং, জাভাস্ক্রিপ্টের মতো এই বইটি লিখে ফেলেছেন অনুব্রত। আমাজনের কাছে পাঠানোর মাত্র ১৬ ঘন্টার মধ্যে তারা এই বইটিকে স্বীকৃতি দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়া, সবজায়গাতেই এই ১১ বছর বয়সী বিস্ময় বালকের বইয়ের চাহিদা তুঙ্গে।
মাত্র ১১ বছর বয়সেই এমন প্রতিভার ঝলক দেখানো অনুব্রতর বাবা এবং মা দুজনেই শিক্ষক। বাবা আলিপুরদুয়ারের জিতপুর হাইস্কুলের শিক্ষক। মা শান্তা দেবী নিউটাউন বালিকা শিক্ষামন্দির স্কুলের শিক্ষিকা। তারা জানিয়েছেন, ছোটবেলা থেকেই অংকের প্রতি প্রবল আগ্রহী ছিলেন অনুব্রত। তৃতীয় শ্রেণী থেকেই কোডিং ডিকোডিংয়ের প্রতি ছিল তার চূড়ান্ত আগ্রহ। দেশে হওয়া সবকটি অলিম্পিয়ার্ডেও অংশ নেয় সে। জিতেছে একাধিক সোনার পদক। কিউয়ার, লুডোশিপ, ব্রেকোমিটার, লেজেন্ডারী রানার্সের মতো একাধিক অ্যাপ তৈরি করেছেন তিনি। বড় হয়ে রোবটিক্স নিয়ে পড়তে আগ্রহী অনুব্রত।