প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,রেলমন্ত্রী পীযূষ গোয়েল, সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাথে সাক্ষাতের পরে আবার লক ডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেন। আর এর ভিত্তিতেই সরকার করোনার
জেলাগুলিকে তিনটি জোনে রেড, গ্রীন, অরেঞ্জ বিভক্ত করেছে। সারা পৃথিবীতে এখন করোনা সংক্রমণের সংখ্যা প্রায় ৩৪ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে, আর করোনাতে মৃত্যুর কারণ রোজ বেড়েই চলছে। আর ভারতে এই মুহূর্তে সেই সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজারে গিয়ে পৌঁছেছে।পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের ১৭ই মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রক একটি গাইডলাইন জারি করেছে যাতে কমলা এবং সবুজ অঞ্চলগুলিতে অন্তর্ভুক্ত জেলাগুলি লকডাউনে শিথিল করা হবে । তবে বিমান, রেল, মেট্রো, স্কুল, কলেজ বন্ধ থাকবে।এছাড়াও গ্রীন জোনে খোলা হবে মোদের দোকান। সেই ক্ষেত্রে আবার মদ দেওয়া হবে ডেলিভারি পদ্ধতিতে। ৪ মে থেকে অরেঞ্জ জোনের জেলাগুলিতে একটি ট্রেনে কেবল এক জন ড্রাইভার এবং দুই জোন যাত্রীকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ট্যাক্সি ও ক্যাবএসবের কিছুর ক্ষেত্রেও অনেক বিধি নিষেধ মানা হবে। এই ক্ষেত্রে সবাই যেতে পারবে না।
গ্রীন এবং অরেঞ্জ জোনে সমস্ত পণ্য অনলাইন বিতরণ করা হবে । স্বরা গর্ভবতী মহিলা এবং প্রবীণদের ১৭ ই মে পর্যন্ত তাদের বাড়িতে থাকতে হবে। নাহলে তাদের সমস্যা হতে পারে। গ্রিন জোনে সেই সব জেলা অন্তর্ভুক্ত রয়েছে যেখানে আগেই করোনা আক্রান্ত হওয়ার পর আর নতুন করে কেউ সংক্রামিত হয়নি। আপাতত সেই নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।