ইউরো যোগ্যতা অর্জন পর্বে ভুল জাতীয় সংগীত বাজিয়ে বিতর্কে ফ্রান্স।

শনিবার ছিল ইউরো যোগ্যতা অর্জন পর্বে আলবানিয়া বনাম ফ্রান্স এর ম্যাচ। কিন্তু এই ম্যাচ সঠিক সময় শুরু করা যায়নি, সময়ের কিছুক্ষণ পরে শুরু করতে হয়েছে এই ম্যাচটি। আর এই ম্যাচ দেরিতে শুরু হওয়ার জন্য অবশ্য লজ্জা পেতে হয়েছে ফ্রান্সকে। ম্যাচ শুরু হওয়ার আগে যখন দুই দেশের জাতীয় সংগীত বাজানো হচ্ছিল সেই সময় আলবানিয়ার জাতীয় সংগীতের জায়গায় বাজানো হয় অ্যান্ডোরার জাতীয় সংগীত। আর এরপরে উত্তেজনা সৃষ্টি হয় স্টেডিয়ামে, আলবানিয়ার ফুটবলাররা স্পষ্ট জানিয়ে দেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দেশের জাতীয় সংগীত বাজানো হবে ততক্ষন এই খেলাটি তারা শুরু করবেন না।

ভুল জাতীয় সংগীত বাজানোর ফলে খেলা শুরু হতে প্রায় অনেকটাই দেরি হয়ে যায়। এই ভুল জাতীয় সঙ্গীত বাজানোর পরে আবার সঠিক জাতীয় সংগীত বাজানোর জন্য প্রায় 10 মিনিটের বেশি অপেক্ষা করতে হয় আলবানিয়ার ফুটবলারদের।

France v Uruguay Final FIFA U 20 World Cup Turkey 2013

ভুল জাতীয় সংগীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আলবানিয়ার ফুটবলাররা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে শুরু করেন এবং তারা বলতে শুরু করেন এটা তো আমাদের জাতীয় সংগীত নয়। তারপর দেখা যায় দর্শকাশন থেকে একের পর এক বিদ্রুপ ভেসে আসে। তারা বলে ওঠেন এটা আমাদের জাতীয় সংগীত নয় আমরা কখনোই এই ভুল জাতীয় সংগীতের সাথে গলা মেলাবো না, সেই সাথে তারা স্পষ্ট জানিয়ে দেন যতক্ষণ না পর্যন্ত আমাদের সঠিক জাতীয় সংগীত বাজানো হবে ততক্ষণ এই ম্যাচ স্থগিত থাকবে।

ম্যাচ শেষে ফ্রান্স কোচ দিদিয়ে দেশঁ অবশ্য আলবানিয়ার ফুটবলার এবং সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন। সেই সাথে তিনি বলেন যে এই রকম অপ্রীতিকর পরিস্থিতি কখনোই কাম্য নয়, কোন দেশের জাতীয় সংগীত যদি ভুল বাজানো হয় তবে সেটা কঠোর অপরাধ। তবে তিনি জানান এই রকম ভুল যাতে ভবিষ্যতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন, তাই তাদেরকে এইবারের মতো ক্ষমা করে দেওয়ার জন্যই তিনি আর্জি জানান।

তবে এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তারা আলবানিয়াকে 4-0 গোলের ব্যবধানে হারিয়ে একটি সুন্দর জয় তুলে নেয় এই ম্যাচে।

Udayan Biswas

সম্পর্কিত খবর