বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) ফ্রান্সের (France) বন্ধুত্বের নিদর্শন আবারও উঠে এল সংবাদের শিরোনামে। একজন প্রকৃত বন্ধু দেশ হিসাবে ভারতের পাশে সর্বদাই রয়েছে ফ্রান্স। যুদ্ধ বিমান থেকে শুরু করে সীমান্ত সুরক্ষা, সবেতেই ভারতের পাশে রয়েছে ফ্রান্সের সাহায্যের হাত।
ফ্রান্সের সাহায্য ভারতকে
বন্ধু দেশ ভারতকে এবার করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয় সামগ্রী তুলে দিল ফ্রান্স। মহামারি করোনা ভাইরাসের থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় চিকিৎসা দ্রব্য ভেন্টিলেটর, টেস্টিং কিট ভারতের পালাম এয়ার ফোর্স স্টেশনে নিয়ে এসেছে ফ্রান্সের বায়ুসেনার বিমান।
Prez @EmmanuelMacron wrote to PM @narendramodi to announce an exceptional package to support India’s fight against #COVID19
A French Air Force A330 MRTT aircraft equipped with a “Morpheus” kit will land today with high quality ventilators as well as test & serological kits. pic.twitter.com/yxS5hJwgNY
— French Embassy in India 🇫🇷🇪🇺 (@FranceinIndia) July 27, 2020
ধন্যবাদ মোদী জিকে
ভারতে অবস্থিত ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লেনেইন ট্যুইট করে জানান, ‘ফ্রান্সে যখন করোনা পরিস্থিতি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। সেইমত ভারত থেকে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ভারতে এসেছিল। সেই কারণে আমি মোদী জিকে অনেক ধন্যবাদ জানাই’।
France is donating #COVID19 medical equipment to India & sharing technical expertise.
The French Air Force A330 MRTT aircraft is on its way to deliver:
– 50 Osiris-3 ventilators
– 70 Yuwell 830 ventilators
– 50k IgG/IgM test kits
– 50k nose & throat swabs pic.twitter.com/1dGP8IWhFa— French Embassy in India 🇫🇷🇪🇺 (@FranceinIndia) July 27, 2020
ফ্রান্সের পাঠানো দ্রব্যের তালিকা
তিনি আরও জানান, ফ্রান্সের বিমান বাহিনীর A330 MRTT বিমানে করে ভারতে ৫০টি ওসিরিস-৩ ভেন্টিলেটর ও বাইপেপ মোড সহ ৭০টি ইউওয়েল ৮৩০ ভেন্টিলেটর পাঠিয়েছে। সেইসঙ্গে ৫০ হাজার উচ্চ মানের সেরোলজিকাল টেস্ট কিট এবং ৫০০০০ নাসিকা ও লালারস নেওয়ার যন্ত্রও পাঠিয়েছে’।
Delighted to hand over #COVID19 medical equipment from France to Shri RK Jain, Secy General @IndianRedCross.
France earlier granted €200 MN in financial aid to India thro’ @AFD_en. With @IFCCI1 CSR committee, French companies, too, have contributed to relief efforts in India. pic.twitter.com/1UEzpp6Dwn
— French Embassy in India 🇫🇷🇪🇺 (@FranceinIndia) July 28, 2020
তুলে দেওয়া হল ভারতের হাতে
ফ্রান্সের বিমান ভারতে আসার পর চিকিতসাদ্রব্য হস্তান্তরিত করে রাষ্ট্রদূত ইমানুয়েল লেনেইন ট্যুইট করে বলেন, ‘ইন্ডিয়ান রেড ক্রসের সেক্রেটারি জেনারেল আর কে জৈনের হাতে ফ্রান্স থেকে আসা চিকিৎসা উপকরণ তুলে দিয়ে আমি খুব খুশি। পূর্বে ফরাসি ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে ভারতকে ২০০ মিলিয়ন ইউরো আর্থিক অনুদান মঞ্জুরও করেছে ফ্রান্সের সরকার’।