ভারতে হবে অলিম্পিক, বিড থেকে শুরু করে সবকিছুতেই সাহায্য করবে ফ্রান্স! বড় বার্তা ম্যাক্রোঁর

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রীড়া জগতের একাধিক ক্ষেত্রে দুর্দান্ত ফলাফল করেছে ভারত (India)। পাশাপাশি এসেছে একাধিক সাফল্যও। যার ওপর ভর করে আমাদের দেশ আরও বড় পদক্ষেপ গ্রহণের পথে এগোচ্ছে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জানিয়েছিলেন, ২০৩৬ সালের অলিম্পিকের জন্য বিড করার ক্ষেত্রে আগ্রহী রয়েছে ভারত। এমতাবস্থায়, এবার একটি বড় আপডেট সামনে এসেছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে এসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron) একটি বড় আশ্বাস দিয়েছেন। মূলত, অদূর ভবিষ্যতে যাতে ভারতেই অলিম্পিকের আসর বসে, সেজন্য ফ্রান্সের তরফে সবরকম সহযোগিতার বিষয়ে ইতিবাচক মতামত দেন তিনি। এছাড়াও, ক্রীড়াক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ভারতের সাথে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

France will help India for the Olympics

জানিয়ে রাখি যে, অলিম্পিকে সোনা জয় থেকে শুরু করে এশিয়ান গেমসে পদকের সেঞ্চুরি সহ সামগ্রিকভাবে বিশ্ব ক্রীড়া মানচিত্রে ক্রমশ উজ্জ্বল হচ্ছে ভারতের পারফরম্যান্স। এমতাবস্থায়, ভবিষ্যতেও যাতে দেশের অ্যাথলিটরা আরও সাফল্য অর্জন করতে পারেন সেই বিষয়টি সুনিশ্চিত করতেই পাশে থাকার আশ্বাস দিলেন ম্যাক্রোঁ।

আরও পড়ুন: ফের প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর! আগামী মাসেই বদলে যাচ্ছে ৫ টি বড় নিয়ম, জানুন বিস্তারিত

এই প্রসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট জানান, “ক্রীড়াক্ষেত্রে ভারতের সঙ্গে আমাদের সহযোগিতার বন্ধন আরও মজবুত করতে চাই। আপনারা ভবিষ্যতে দেশে অলিম্পিক গেমসের আয়োজন করতে চান। এক্ষেত্রে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।” প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের ২৬ জুলাই থেকে ফ্রান্সের মাটিতেই শুরু হতে চলেছে অলিম্পিক। যেটি চলবে আগামী ১১ অগাস্ট পর্যন্ত।

আরও পড়ুন: ল্যান্ড করতে পারবে এভারেস্টেও! টাটা গ্রুপের হাত ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার তৈরি হবে ভারতে

এদিকে, গত শুক্রবারই ফ্রান্সের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন যে, আগামী ৬ বছরের মধ্যে ফ্রান্সে ৩০ হাজার ভারতীয় পড়ুয়াকে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। শুধু তাই নয়, ভারতীয় পড়ুয়ারা যাতে ফরাসি ভাষা শিখে সেদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করার সুযোগ পান, সেই লক্ষ্যেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে সেদেশের প্রশাসনের তরফে। উল্লেখ্য যে, গত শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে জুড়িগাড়িতে দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজের অনুষ্ঠানে পৌঁছে যান। প্রজাতন্ত্র দিবস উদযাপনের পর রাষ্ট্রপতির সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় তাঁর। সেখানেই তিনি জানান যে, ভারতে যাতে বিভিন্ন ধরণের খেলার ইভেন্টের আয়োজন করা যায়, সেই বিষয়ে তিনি অবশ্যই সাহায্য করবেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর