বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহের মধ্যেও শেষ পর্যন্ত এই বছর আইপিএল অনুষ্ঠিত হচ্ছে। তবে এই বছর ভারতের বদলে আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতে। যেহেতু করোনার মধ্যেও এবারের আইপিএল অনুষ্ঠিত হচ্ছে সেই কারণে এবারের আইপিএলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জারি করেছে বিসিসিআই। আর সেই নিয়ম গুলির মধ্যেই বেশ কিছু নিয়ম পছন্দ হয়নি আইপিএল ফ্রাঞ্চাইজি গুলির।
বিসিসিআই এর নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক দলের ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফদের আমিরশাহী পৌঁছে প্রথমে ছ’দিনের কোয়ারান্টিনে থাকতে হবে। তারপরেই তারা অনুশীলনে নামতে পারবেন। আর এই প্রসঙ্গে ফ্রাঞ্চাইজি গুলি দাবি রেখেছে ছ’দিনের এর পরিবর্তে কোয়ারান্টিনের দিন সংখ্যা তিন দিন করা হোক। তাদের যুক্তি করোনার কারনে দীর্ঘদিন মাঠের বাইরে ক্রিকেটাররা সেই কারণে যদি কোয়ারান্টিনের সময়কাল কমানো হয় তাহলে আরো বেশি করে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা।
বিসিসিআই চাইছিল প্রত্যেক দল 20 ই আগস্ট নাগাদ দুবাইতে পৌঁছে যাক। কিন্তু বেশ কয়েকটি দল চাইছে তার আগেই দুবাইতে চলে যেতে। যাতে আরও বেশি সময় ধরে অনুশীলন করতে পারে।
বিসিসিআই এর তরফে নির্দেশিকায় বলা হয়েছিল ক্রিকেটারদের সঙ্গে দলের মালিক এবং পরিবারের সদস্যদের বায়ো সিকিয়র পরিবেশের মধ্যে থাকতে হবে। কিন্তু এতদিন বায়ো সিকিয়র পরিবেশের মধ্যে থাকা যেকোনো মানুষের কাছে খুবই কষ্টকর আর তাই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে বলেছে ফ্র্যাঞ্চাইজিগুলি।