বাংলাহান্ট ডেস্ক : করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) দুর্ঘটনা যেন রাতের ঘুম কেড়ে নিয়েছে দেশবাসীর। বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ভারতের মধ্যে রেল পরিবহণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার থেকে বাতিল হয়েছে একের পর এক দূরপাল্লার ট্রেন।
রেল পরিষেবা ব্যহত হওয়ায় বেজায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তাই আমজনতার সমস্যা দূর করতেই বড়সড় ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। রবিবার তিনি ঘোষণা করেন, পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা অবধি বিশেষ বাস পরিষেবা চালু করা হচ্ছে। সম্পূর্ণ নিখরচায় এই বাসে যাতায়াত করা যাবে। দৈনিক ৫০টি করে বাস চলবে।
আজ থেকেই এই বাস পরিষেবা চালু হচ্ছে। যতদিন অবধি বালেশ্বর রুটে রেল চলাচল স্বাভাবিক হবে না, ততদিন অবধি এই বাস পরিষেবা চালু থাকবে। ওড়িশার স্টেট ইনফর্মেশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়। এই পরিষেবার ফলে আমজনতার যে অনেকখানি উপকার হবে তা বলাই বাহুল্য।
Hon’ble CM Sri Naveen Patnaik has announced free bus service to Kolkata from Puri Bhubaneswar & Cuttack from today. It will continue till restoration of normal train service in Balasore route. Daily around 50 buses provides transport service to kolkata.
— I & PR Department, Odisha (@IPR_Odisha) June 4, 2023
প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যাবেলা ওড়িশার বালেশ্বরে মালগাড়ির সঙ্গে করমন্ডল এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গিয়েছে ২৮৮ জনের। আহত হয়েছে ৯০০ বেশি। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এবং যারা গুরুতর আহত হয়েছেন তাঁরা ১ লক্ষ টাকা পরে পাবেন।