চা-খাবার সব ফ্রি! এবার বিমানবন্দরের মতো রেল স্টেশনেও এভাবে মিলবে বিনামূল্যে লাউঞ্জের পরিষেবা

বাংলা হান্ট ডেস্ক: ভ্রমণ করতে পছন্দ করেন না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। এমতাবস্থায়, আমাদের দেশে ভ্রমণের ক্ষেত্রে যাতায়াতের মাধ্যম হিসেবে রেলপথকেই (Indian Railways) বেছে নেন অধিকাংশজন। কারণ অন্যান্য গণপরিবহণের তুলনায় ট্রেনে চেপে সফরের খরচ অনেকটাই কম। এদিকে, অনেক সময় যাত্রীরা ট্রেনে যাতায়াতকালে ট্রেনের নির্ধারিত সময়ের অনেক আগেই রেল স্টেশনে পৌঁছে যান। যার ফলে প্ল্যাটফর্মেই সময় কাটাতে হয় তাঁদের।

এমন পরিস্থিতিতে, দেশের কিছু নির্বাচিত স্টেশনে নির্মিত রেলওয়ে লাউঞ্জে আপনি ইন্টারনেট, খাবার এবং পানীয়ের সুবিধা পেতে পারেন। পাশাপাশি, আপনি সেখানে খুব সহজেই সময়ও কাটাতে পারেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আপনি বিনামূল্যেই রেলওয়ে লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা পাবেন। বর্তমান প্রতিবেদনে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

আমরা অনেকেই জানি যে, কিছু কিছু ক্রেডিট কার্ডের মাধ্যমে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জের সুবিধা পাওয়া যায়। এটি এমন একটি সুবিধা যা একসময় প্রিমিয়ামভাবে উপলব্ধ হলেও এখন এন্ট্রি লেভেল কার্ডের জন্যও উপলব্ধ রয়েছে। অন্যদিকে, এখন ক্রেডিট কার্ডের মাধ্যমে রেলওয়ে লাউঞ্জে প্রবেশের সুবিধাও পাওয়া যাচ্ছে। এমতাবস্থায়, আপনি যদি প্রায়শই ট্রেনে ভ্রমণ করে থাকেন, সেক্ষেত্রে আপনি ট্রেনে সফরের আগে স্টেশনে থাকা লাউঞ্জে বিশ্রাম নিতে পারেন।

রেলওয়ে লাউঞ্জে এই সুবিধাগুলি পাওয়া যায়:
১. লাউঞ্জে আসার সময়ের ওপর নির্ভর করে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার পাওয়া যায়।
২. রেলওয়ে লাউঞ্জে ২ ঘন্টা যাবৎ বিনামূল্যে থাকার সুবিধা।
৩. ওয়াইফাই
৪. শীতাতপ নিয়ন্ত্রিত সিটিং
৫. পত্রিকা এবং সংবাদপত্র
৬. কফি এবং চা (আনলিমিটেড)

এই ক্রেডিট কার্ডগুলি থেকে মিলবে সুবিধা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই বাজারে অনেক ক্রেডিট কার্ড রয়েছে যা এই সুবিধা প্রদান করে। এক্ষেত্রে, রেলওয়ে লাউঞ্জ অপারেটর দ্বারা নন-রিফান্ডেবল কার্ড ভ্যালিডেশন চার্জ হিসেবে ২ টাকার ট্রানজাকশান করা হয়। আমরা ক্রেডিট কার্ডগুলির একটি তালিকা প্রদান করছি যেগুলি বিনামূল্যে রেল লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা দেয়।

১. ICICI Bank Coral Credit Card
২. IRCTC SBI Platinum Card
৩. IRCTC SBI Card Premier
৪. IRCTC BoB Rupay Credit Card
৫. IDFC First Bank Millennia/Classic/Select/Wealth Credit Cards
৬. HDFC Bank Rupay IRCTC Credit Card
৭. MakeMyTrip ICICI Bank Signature Credit Card
৮. ICICI Bank Rubyx Credit Card
৯. MakeMyTrip ICICI Bank Platinum Credit Card

whatsapp image 2023 03 21 at 7.58.22 pm

রেলওয়ে লাউঞ্জের তালিকা:
১. ট্রাভেলার্স এক্সিকিউটিভ লাউঞ্জ – নতুন দিল্লি – প্ল্যাটফর্ম নম্বর ১৬।
২. এক্সিকিউটিভ লাউঞ্জ – নতুন দিল্লি – প্ল্যাটফর্ম নম্বর ১। ৩. এক্সিকিউটিভ লাউঞ্জ – মাদুরাই – প্ল্যাটফর্ম নম্বর ১।
৪. এক্সিকিউটিভ লাউঞ্জ – আগ্রা – প্ল্যাটফর্ম নম্বর ১।
৫. এক্সিকিউটিভ লাউঞ্জ – আহমেদাবাদ – প্ল্যাটফর্ম নম্বর ১।
৬. এক্সিকিউটিভ লাউঞ্জ – বারাণসী – প্ল্যাটফর্ম নম্বর ১। ৭. এক্সিকিউটিভ লাউঞ্জ – শিয়ালদহ – প্ল্যাটফর্ম নম্বর ১।
৮. এক্সিকিউটিভ লাউঞ্জ – জয়পুর – প্ল্যাটফর্ম নম্বর ১।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর