বাংলাহান্ট ডেস্ক : দেশে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। যত সময় যাচ্ছে ততই দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বিভিন্ন প্রকল্পের সুবিধা। তবে এর সাথে সাথে ফাঁদ পাতছে প্রতারকরাও। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভুয়ো খবর আজকাল খুব চোখে পড়ে।
সম্প্রতি এই ধরনের একটি খবর বেশ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যেখানে দাবি করা হচ্ছে, নির্বাচনের আগে মোদি সরকার বিনামূল্যে স্মার্টফোন ও তিন বছরের জন্য আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিচ্ছে। এই ধরনের দাবি করা হয়েছে একাধিক ইউটিউব চ্যানেলেও। তবে আপনাদের জানিয়ে রাখি এটি একটি সম্পূর্ণ ভুয়ো খবর।
আরোও পড়ুন : এবার ট্রেনের ইঞ্জিনেও বসল টয়লেট! তৈরি হল ভারতে প্রথম জলহীন শৌচাগার, নয়া চমক রেলের
কেন্দ্রীয় সরকার এই ধরনের কোনও প্রকল্প আনেনি। প্রতারকরা এই ধরনের খবর বাজারের রটিয়ে বিভিন্ন মানুষের মোবাইল ফোনে পাঠাচ্ছে লিঙ্ক। বলা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে নিজেদের যাবতীয় তথ্য প্রদান করতে। হোয়াটসঅ্যাপে বা সাধারণ এসএমএসে এই ধরনের মেসেজ পেলে আপনারা অবশ্যই এড়িয়ে যাবেন।
কিছুদিন আগে বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার খবর গুজবের মতো ছড়িয়ে গিয়েছিল। তবে সরকার জানিয়েছে এটি সম্পূর্ণ রটনা। অচেনা কোনও লিঙ্কে ক্লিক করা কখনোই উচিত। বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যাংকের তথ্য। এর ফলে নিমেষে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। তাই সর্বদা এই ধরনের মেসেজ থেকে সাবধান থাকবেন।