স্নাতকের পরেই মিলবে ৭০ হাজারের বেতন! দুর্দান্ত সুযোগ দিচ্ছে SBI, এইভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার দুর্দান্ত সুযোগ সামনে আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India, SBI)। মূলত, আপনার বয়স যদি ২১ থেকে ৩২ বছরের মধ্যে হয় এবং, আপনি যদি একজন স্নাতক হন ও ভারত, নেপাল বা ভুটানের নাগরিক হন, সেক্ষেত্রে আপনার জন্য একটি দুর্দান্ত সুখবর রয়েছে।

জানিয়ে রাখি যে, বর্তমানে SBI-তে চাকরি পাওয়ার একটি বড় সুযোগ উপলব্ধ রয়েছে। তবে, সেক্ষেত্রে আপনি যদি উপরিউক্ত ৩ টি শর্ত সঠিকভাবে পূরণ করেন তাহলে আপনি এই চাকরির জন্য অবশ্যই আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, এটি হল SBI-এর একটি ফেলোশিপ জব। যেটির নাম হল নাম ইয়ুথ ফর ইন্ডিয়া।

SBI is giving great opportunities

এই কাজটি মূলত, CSR অ্যাক্টিভিটির মাধ্যমে করা হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আপনি যদি এই কাজটি পান সেক্ষেত্রে আপনাকে ৭০,০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পাশাপাশি, আরও অনেক ধরণের সুবিধাও আপনি পাবেন।

আরও পড়ুন: ঝোড়ো ব্যাটার, ১ ইনিংসে করেছেন ৫৮৫ রান! IPL-এ বোলারদের বিপদ বাড়াবে ১৮ বছরের এই প্লেয়ার

জানিয়ে রাখি যে SBI ফাউন্ডেশন (SBI), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রুপের (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) একটি শাখা। যেটি ইয়ুথ ফর ইন্ডিয়া ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন চেয়েছে। উল্লেখ্য যে, এটি ১২ তম ব্যাচ হতে চলেছে এবং এই প্রোগ্রামটি প্রায় ১৩ মাস ধরে চলবে। মূলত, স্নাতক এবং তরুণ প্রফেশনালরা SBI-র এই ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন। এমতাবস্থায়, নির্বাচিত প্রার্থীকে দেশের ১৩ শতাংশ NGO-র সাথে কাজ করতে হবে।

আরও পড়ুন: গার্ডেনরিচের তৈরি যুদ্ধজাহাজই এবার বধ করবে চিনা সাবমেরিন! সমুদ্রে ঝড় তুলবে “অগ্রয়” ও “অক্ষয়”

কোথায় ফর্ম পূরণ করবেন: SBI ফেলোশিপ এই বছর ১৩ মে থেকে শুরু হবে। SBI ফেলোশিপের জন্য আবেদন করতে, সমস্ত প্রার্থীকে অনলাইন আবেদন ফর্ম জমা দিতে হবে। তাঁদের সমস্ত তথ্য আবেদনপত্রে দিতে হবে। যার মধ্যে শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা সম্পর্কে তথ্য প্রদান করা বাধ্যতামূলক। আগ্রহী প্রার্থীরা SBI-র ওয়েবসাইট youngforindia.org-তে গিয়ে এই বিষয়ে আবেদন করতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর