জমিয়ে ঠান্ডা শেষবেলায়, কবে আসছে বসন্ত? জানাল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ এই মরশুমে পশ্চিমি ঝঞ্ঝার খাম খেয়ালি পনার কারনে শীতের তেমন মজাটাই পায়নি কলকাতা বাসিরা।  শীতের বেশীর ভাগটাই ছিল হয় তীব্র হাড় কাপানো শীত নয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি। হঠাৎ করেই পশ্চিমি ঝঞ্ঝার কারনে সেই ইনিংস মন্থর হয়ে যাওয়ায় বারবার হতাশ হয়েছিল শীত প্রেমিরা। নতুন বছরেও বৃষ্টি হয়েছে কয়েকবার। শীতও ফিরেছে বারবার স্বমহিমায় । সরস্বতী পুজোতেও তার ব্যতিক্রম হয় না।এবার সেই অপ্রাপ্তি ফেব্রুয়ারি মাসে পুষিয়ে দিচ্ছে শীত।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকবে ১৩ ডিগ্রির আশপাশে।

QT bengal winter 1

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে , আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকবে ১৩ ডিগ্রির আশপাশে। পরশু থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ খানিকটা বাড়বে। আগামী ৫ দিন কলকাতায় শীতের আমেজ বহাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তারপর শহরে আসবে বসন্ত জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

গতকাল শহর কলকাতার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।  বাতাসে আর্দ্রতা সর্বোচ্চ ৭৬ শতাংশ।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে বাতাসে আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ। ন্যূনতম ২৯ শতাংশ।

রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে মেঘমুক্ত। দক্ষিনের তুলনায় পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরো কমবে বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে। একই সাথে উত্তরের জেলাগুলিতেও বজায় থাকবে শীতল আবহাওয়া। বিকেল নামতেই কাঁপুনি দিয়ে ঠান্ডা পড়ছে ।


সম্পর্কিত খবর