বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতের (India) হিন্দুদের নিয়ে নিজের মনোভাব ব্যক্ত করলেন ফরাসি সাংবাদিক ফ্রাঙ্কোইস গ্যটিয়ার (Francois Gautier)। তিনি বলেন, সর্বত্র হিন্দু ধর্মের ওপর হামলা হচ্ছে। তাই, তাদের লড়াই করা উচিত। হিন্দুরা খুবই শান্তিপ্রিয় মানুষ। কিন্তু ভারতে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্বেও তাদের সংখ্যালঘুর মতো মানসিকতা রয়েছে এবং তাদের মধ্যে ভ্রাতৃত্বের অভাব রয়েছে।
জানিয়ে রাখি যে, গ্যটিয়ার মহারাষ্ট্রের পুণেতে তাঁর দ্বারা প্রতিষ্ঠিত “ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম অফ ইন্ডিয়ান হিস্ট্রি”-র জন্য তহবিল সংগ্রহের জন্য আমেরিকাতে রয়েছেন। তিনি আমেরিকার রাজধানীতে আর্ট অফ লিভিং আয়োজিত বিশ্ব সংস্কৃতি উৎসব ২০২৩-এও যোগ দিয়েছিলেন। সেখানে তিনি একটি সাক্ষাৎকারের সময়ে এই বিষয়টি সম্পর্কে কথা বলেন।
গ্যটিয়ার একটি সাক্ষাৎকারে পিটিআইকে জানিয়েছেন, “ইতিহাস আমাদের শিখিয়েছে যে, হিন্দুদের লড়াই করা উচিত। আজও পাকিস্তান বা আফগানিস্তান যাই হোক না কেন, বিশ্বের সর্বত্রই হিন্দুধর্মের উপর আক্রমণ চলছে। সেটা খ্রিস্টান মিশনারিদের দ্বারা ধর্মান্তরিত করা হোক, যা এখন ভারতে, বিশেষ করে দক্ষিণে ও পাঞ্জাবে একটি বড় সমস্যা। অথবা ভারতের পাশ্চাত্যকরণ, যা হচ্ছে টিভির মাধ্যমে।
তিনি জানান যে, বেশিরভাগ পশ্চিমী ভারতবিদদের হিন্দুদের প্রতি বিরূপ মনোভাব রয়েছে। তিনি বলেন, “এরা এমন লোক যারা বলে থাকে যে হিন্দু মৌলবাদ ইসলামিক মৌলবাদের মতোই বিপজ্জনক। যা মোটেও সত্য নয়। হিন্দু ধর্ম বিশ্ব জয় করতে কখনোই ভারতের বাইরে যায়নি। অথচ দক্ষিণ আমেরিকায় খ্রিস্টান ধর্ম অন্যান্য সভ্যতাগুলিকে নিশ্চিহ্ন করে দিয়েছিল বা মিশরে ইসলাম ধর্ম মিশরীয় সভ্যতাকে নিশ্চিহ্ন করেছিল।”
ফরাসি সাংবাদিক বলেছেন, “হিন্দু ধর্ম কখনোই নিজেকে কারোর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেনি। আসলে আজও হিন্দুরা কখনও বলে না যে তুমি ধর্মান্তরিত হও নতুবা আমি তোমাকে ধর্মান্তরিত করতে মিশনারি পাঠাব।” উল্লেখ্য যে, গত কয়েক দশক ধরে ভারতে বসবাস করছেন গ্যটিয়ার। তিনি “ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অফ কালচারাল টাইজ” প্রতিষ্ঠা করেন। যা বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করে এবং পুণে মিউজিয়ামও প্রতিষ্ঠা করেন গ্যটিয়ার।
আরও পড়ুন: আগামীকাল শেষ হচ্ছে ডেডলাইন, তার আগেই ২০০০ টাকা নিয়ে বড় কথা জানালেন RBI গভর্নর
তিনি বলেন, ১.৩ বিলিয়ন জনসংখ্যার ভারতে হিন্দুরা “সংখ্যাগরিষ্ঠ” এবং হিন্দুত্ব বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম। হিন্দুরা খুবই শান্তিপ্রিয় মানুষ। কিন্তু তাদের সংখ্যালঘু হওয়ার মতো মানসিকতা রয়েছে। এটাই সবচেয়ে বড় সমস্যা। এমনকি ভারতে তারা সংখ্যাগরিষ্ঠ হলেও এই মানসিকতা রয়েছে।
আরও পড়ুন: টাটা ন্যানো না SUV ধরতে পারবেন না! কামব্যাকের জল্পনা জিইয়ে রেখে সামনে এল ছবি, কেমন হবে নয়া অবতার?
শিবাজি মহারাজ মিউজিয়ামের প্রসঙ্গে কি জানিয়েছেন: এদিকে, শিবাজি মহারাজ মিউজিয়াম সম্পর্কে তিনি বলেন, “আমি তাঁকে (শিবাজি মহারাজ) সম্মান করি। কারণ, তাঁর সাহস এবং সেই সাহসের সাথে যে বুদ্ধিমত্তা ছিল তা অসাধারণ।” তবে, গ্যটিয়ার বলেন, “হিন্দুদের ওপর অনেক নির্যাতন করা হয়েছিল, তাদের ওপর নৃশংসভাবে হামলা করা হয়েছিল এবং খুন করা হয়েছিল।”
তিনি ভারতে হিন্দু মৌলবাদের উত্থানের বিষয়ে পশ্চিমী মিডিয়ার ক্রমবর্ধমান প্রতিবেদনকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব ধর্মের মানুষের কাছে পৌঁছচ্ছেন। তিনি বলেন, “হিন্দুরা বিশ্বের সবচেয়ে সহনশীল মানুষ। প্রকৃতপক্ষে, আজও আমরা দেখতে পাই যে, মোদী সকলের কাছে পৌঁছেছেন, সে মুসলিম, খ্রিস্টান বা পশ্চিমীরা হোক না কেন।” এই কারণেই তিনি মিউজিয়ামটি তৈরি করেছেন। কারণ এটি ভারতের ধর্ম এবং প্রকৃত ইতিহাস তুলে ধরবে।