শুভমান গিলের না থাকায় সমস্যা বাড়লো এই ক্রিকেটারের! ১ ম্যাচ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ বিশ্বকাপের (2023 ODI World Cup) দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান এবং নেদারল্যান্ডস (Pakistan vs Netherlands)। খাতায় কলমে হয়তো পাকিস্তান (Pakistan Cricket Team) অনেক এগিয়ে। কিন্তু গত কয়েক বছরে দেখা গিয়েছে নেদারল্যান্ডস ক্রিকেট দল কতটা উন্নতি করেছে। ফলে হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখার আশায় ক্রিকেট বিশ্ব। তার আগে ভারতীয় দল (Indian Cricket Team) থেকে একটা সুখবর উড়ে গেল পাকিস্তান অধিনায়ক বাবর আজমের (Babar Azam) উদ্দেশ্যে।

ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ভারতের তারকা তরুণ ওপেনার শুভমান গিল (Shubman Gill)। ভারতীয় দল নিজেদের প্রথম ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার (India vs Australia) মুখোমুখি হবে আগামী রবিবার। কিন্তু সেই ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন এই তারকা ওপেনার। আর এই খবর শুনে সবচেয়ে বেশি খুশি যার হওয়ার কথা তিনি হলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে আইসিসি ক্রমতালিকায় ব্যাটাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন বাবর। কিন্তু বিশ্বকাপের আগে তার সঙ্গে ব্যবধান খুবই কমিয়ে এনেছিলেন শুভমান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্প্রতি শতরান করেছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে একটা ভালো ইনিংস তাকে ওডিআই ফরম্যাটে ব্যাটারদের ক্রমতালিকা শীর্ষস্থানে নিয়ে যেতে পারতো। কিন্তু এখন আর সেই সুযোগটাই হয়তো পাবেন না গিল। বাবুর যদিও নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র পাঁচ রান করে আউট হয়েছেন। কিন্তু যদি শুভমান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে না নামতে পারেন তাহলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বাবর আবার একটা সুযোগ পাবেন গিলকে কিছুটা ব্যবধানে রেখে এগিয়ে যাওয়ার।

আরও পড়ুন: গম্ভীর বলেছিল বাবর মাঠ কাঁপাবে! কিন্তু নেদারল্যান্ডস বোলিংয়ের সামনে নিজেই কাঁপলেন পাক অধিনায়ক

অপরদিকে ভারতীয় শিবিরে প্রশ্ন উঠছে এটা যে শুভমান গিলের জায়গা কে নিতে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে এবং এশিয়া কাপে যে প্রবণতা দেখা গিয়েছিল সেই অনুযায়ী ভালো ফর্মে থাকা সত্ত্বেও হয়তো জায়গা হারাতেন ঈশান কিষাণ (Ishan Kishan)। মাঝের ওভারগুলিতে সুযোগ পেয়ে ধোনি বা যুবরাজের মত পরিণত ব্যাটিং করলেও হয়তো তার সুযোগ হতো না শ্রেয়স আইয়ার সুস্থ থাকার কারণে। ওপেনিংয়ে শুভমান এবং মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) তার জায়গা নিয়ে নিচ্ছিলেন।

আরও পড়ুন: পাকিস্তান ও হাস্যকর রান-আউট যেন সমার্থক, ভাইরাল ভিডিও দেখলে বেদম হবেন হাসতে হাসতে

shreyas resize

কিন্তু শুভমান না থাকায় এখন তিনিই হয়তো ওপেন করতে নামবেন রোহিতের সাথে। এতে চাপ বাড়লো শ্রেয়সের ওপর। গিল হল ভারতীয় দলের অটোমেটিক চয়েজ। তিনি সুস্থ হলেই তিনি একাদশে ফিরবেন। সেক্ষেত্রে অজিদের বিরুদ্ধে ওপেন করে ঈশান একটি ভালো ইনিংস খেলে দিলে শ্রেয়সের জায়গায় মিডল অর্ডারে পরবর্তী ম্যাচগুলিতে তাকে খেলার সম্ভাবনা বাড়বে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর